[email protected] শনিবার, ১৮ই জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

আজ অলস সময় কাটানোর দিন !

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৪, ১৪:৩২

ছবি : সংগৃহীত

কাজ কিংবা মানসিক চাপে আছেন তো? তাহলে আপনার জন্যই আজকের দিন। আজ জাতীয় অলস দিবস। প্রতি বছর ১০ আগস্ট উদযাপিত হয় দিবসটি।

অলস দিবস প্রথম কে বা কারা প্রথম উদযাপন করা শুরু করে সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হয়, কাজের চাপ থেকে মুক্তি পেতে দিবসটি উদযাপনের প্রচলন শুরু হয়।

আপাত দৃষ্টিতে অলসতাকে খারাপ বলে মনে হলেও মাঝে মাঝে এ অলসতার প্রয়োজন রয়েছে। খেয়াল করে দেখবেন, সাধারণত যারা অলস, তারা দীর্ঘ সময় বিশ্রাম করেই দিন কাটিয়ে দিতে পারে। এতে করে অলস ব্যক্তিরা দ্রুত গভীর ঘুমে ডুব দিতে পারে। গভীর একটি ঘুম শারীরিক সুস্থতা যেমন নিশ্চিত করে। অলস প্রকৃতির ব্যক্তিদের বিষণ্ণতায় ভুগতেও কম দেখা যায়।

তাই কর্মব্যস্ত জীবনে আজকের দিনটাকে বেছে নিতে পারেন অলসতার জন্য। আর যারা অফিসের কাজে ব্যস্ত তারা অফিস সময় পার হলেই বাড়িতে চলে যান। আর সময় কাটিয়ে দিন কোনো কিছু না করেই।

অথবা এমন কাজ করে সময় কাটান যা আপনার করতে ভালো লাগে। সারাদিন শুয়ে বসে থাকুন, বই পড়ুন, বাড়িতে স্পেশ্যাল রেসিপির রান্না করুন। পরিবার ও বন্ধুদের নিয়ে আড্ডা দিন। আর মানসিক শান্তি উপভোগ করুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর