[email protected] শনিবার, ১৮ই জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

জেনে নিন, মা হওয়ার পর নারীর শরীরে কী কী পরিবর্তন ঘটে

নারী ও শিশু

প্রকাশিত:
২১ নভেম্বার ২০২৩, ১৬:৫০

ফাইল ছবি

শরীরের ভেতরে বেড়ে উঠে আরেক একটি প্রাণ। সেই প্রাণ দেখে পৃথিবীর আলো। মায়ের কোলে ফিরে পায় শান্তি। কিন্তু সেই সন্তানকে পৃথিবীর আলো দেখানোর পর একজন নারীর শরীরে নানা পরিবর্তন দেখা দেয়। কোনো কোনো পরিবর্তন ধীরে ধীরে মিলিয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক মা হওয়ার পরে একজন নারীর শরীরে কী কী পরিবর্তন ঘটে-

পায়ের আকারে পরিবর্তন
গর্ভাবস্থায় নারীদের দেহে অনেক পরিবর্তন ঘটে, যার কারণে কিছু সমস্যাও হয়। গর্ভাবস্থায় অনেক নারীর পা ফুলে যায়, তবে সন্তানের জন্মের পরে পায়ের আকারে পরিবর্তন হতে পারে। রিপোর্ট অনুযায়ী, গড় ওজনের চেয়ে বেশি ওজনের নারীদের গর্ভাবস্থায় ২০-২৫ কেজি পর্যন্ত ওজন বেড়ে যায়, এই ভার পায়ের ওপর পড়ে, ফলে পায়ের আকার বাড়তে পারে। পাশাপাশি শরীরে হওয়া হরমোনের পরিবর্তনের কারণেও এটি হতে পারে।

পেটের আকার
অনেকেরই ধারণা, সন্তান জন্মের পরপরই পেট আবার আগের মতো হয়ে যায়, কিন্তু এটা ঠিক নয়। পেট আবার আবার আগের মতো হতে ৬-৮ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

চুল পড়া
প্রসবের পরে চুল পড়া খুবই স্বাভাবিক ঘটনা। গর্ভাবস্থায় ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধির কারণে চুল পড়ে না, তবে প্রসবের পরে এটি কমে যাওয়ায় চুল পড়া শুরু হয়।

স্তনের আকারে পরিবর্তন
এটি আমরা সকলেই জানি যে, বাচ্চা জন্মানোর পরে স্তন্যপান করানোর কারণে স্তনের আকার বৃদ্ধি পায়। তবে বাচ্চাকে স্তন্যপান করানো বন্ধ করার পরে স্তনের আকার কমে যায়।

যৌন ইচ্ছা হ্রাস
প্রেগনেন্সির পরে নারীদের মধ্যে যৌন ইচ্ছা কমতে থাকে। একটি রিপোর্ট অনুসারে, প্রসবের পরে নারীদের মধ্যে পুনরায় যৌন আকাঙ্ক্ষা ফিরে আসতে প্রায় এক বছর পর্যন্ত সময়ও লাগতে পারে। আসলে, গর্ভাবস্থায় নারীদের মধ্যে ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পায় এবং প্রসবের পরে তা দ্রুত হ্রাস পায়, যার ফলে যৌন আকাঙ্ক্ষার অভাব ঘটে। যদিও এটি স্বাভাবিক হয়ে যায়, তবে কিছুটা সময় লাগে। সূত্র: বোল্ড স্কাই

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর