দেশের বাজারে ১৫ হাজার টাকার মধ্যে যেসব স্মার্টফোন

আপনার বাজেট যদি ১৫ হাজার টাকার মধ্যে হয় তাহলে কিছুটা বেছে কিনতে হবে আপনার পছন্দের ডিভাইস। বাজারে প্রায় প্রতিটি ব্র্যান্ডের এই রেঞ্জের স্মার্টফোন রয়েছে। তবে এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে আপনার প্রয়োজনকে।
মোটামুটি কাছাকাছি কনফিগারেশনের ফোন হলেও কিছু ব্র্যান্ডের ফোনে গড় ফিচারে আপনি এগিয়ে থাকবেন। চলুন দেখে নিই দেশের বাজারে থাকা ১৫ হাজার টাকা বাজেটের স্মার্টফোন ও তার স্পেসিফিকেশন।
গ্যালাক্সি এ১২
বাজেটের মধ্যে দেশে স্মার্টফোন এনেছে স্যামসাং। তাদের গ্যালাক্সি এ সিরিজের স্বল্প বাজেটের ফোনটি এ১২ মডেলের। ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির পিএলএস আইপিএস ৭২০*১৬০০ পিক্সেলের ডিসপ্লে। এর ডিসপ্লে রেশিও ২০:৯। সামনে গ্লাস এবং প্লাস্টিকের বডির ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম, যা অ্যান্ড্রয়েড ১১-তে আপগ্রেড করা যাবে।
মিডিয়াটেক হেলিও পি৩৫ অক্টো-কোর প্রসেসরের ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১২ ন্যানোমিটার প্রযুক্তি। রয়েছে ডেডিকেটেড মাইক্রোএসডি কর্ড স্লট। ফোনটিরে পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফাস্টচার্জিং ১৫ ওয়াটসহ ৫০০০ এমএএইচের ব্যাটারি। ইউএসবি টাইপ-সি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এফএম রেডিওসহ বেশ কিছু ফিচার রয়েছে।
৪+৬৪ ও ৪+১২৮ জিবি র্যামের সংস্করণে পাওয়া যাচ্ছে ফোনটি। দাম যথাক্রমে ১৪,৯৯৯ ও ১৫,৯৯৯ টাকা।
রেডমি১০ ২০২২
রেডমি ১০ (২০২২) সংস্করণের স্মার্টফোনটি চলতি বছরে স্বল্প বাজেটের মধ্যে অন্যতম। যারা ২০ হাজার টাকার মধ্যে ভালো কনফিগারেশনের ফোন কিনতে চান তাদের জন্য ফোনটি সহায়ক হবে।
ডিভাইসটিতে রয়েছে বড় ধরনের ৬.৫ ইঞ্চির ডটড্রপ এফএইচডিপ্লাস রেজ্যুলেশনের ৯০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। পেয়ার অ্যাডাপ্টিং সিঙ্ক প্রযুক্তি, যা স্বয়ংক্রিয়ভাবে যখন প্রয়োজন তখন রিফ্রেশ রেট বাড়িয়ে নেয়। সেই সঙ্গে রেডমি ১০ ডিভাইসে থাকা রিডিং মোড ৩.০ কনটেন্ট দেখার ক্ষেত্রে চোখকে প্রশান্তি দেয়। ফোনটিতে দেয়া হয়েছে ২.০ গিগাহার্জের অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর, মিইউআই ১২.৫ নির্ভর অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম।
এর পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-হাই-রেজ্যুলেশনের কোয়াড ক্যামেরা। যার ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্র-ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেফথ ক্যামেরা রয়েছে। ১৩ মেগাপিক্সেলের সামনের ক্যামেরায় নেয়া যাবে সুন্দর সব সেলফি; যাতে ব্যবহার করা যায় টাইম ব্রাস্ট, এআই বিউটিফিকেশনসহ নানা মোড।
স্মুথ পারফরম্যান্স দিতে ডিভাইসটিতে দেয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। এ ছাড়া বক্সে রয়েছে ২২.৫ ওয়াটের চার্জার। ফোনটির ৪+৬৪ জিবি সংস্করণের দাম ১৪,৯৯৯ টাকা এবং ৬+১২৮ জিবির দাম ১৬,৯৯৯ টাকা।
রিয়েলমি সি২৫এস
কিছুটা স্বল্প বাজেটের মধ্যে দেশে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি২৫এস স্মার্টফোন। এতে রয়েছে ৬.৫ ইঞ্চির এলসিডি আইডিএস ডিসপ্লে। ফলে গেমিং, ভিডিও ও অডিও অভিজ্ঞতার জন্য এই স্মার্টফোন নিশ্চিত করবে অসাধারণ অভিজ্ঞতা। ব্যাক কভার ডিজাইন করা হয়েছে রেডিয়াম এনগ্রেভিং মেশিনে। ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা। এর প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল ইমেজ সেন্সর এবং ১.৮ লার্জ অ্যাপারচার। সেলফি-প্রেমীদের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রয়েছে রিয়েলমি ইউআই ২.০। ফলে, ব্যবহারকারীরা নিজের ইচ্ছেমতো ১০০টিরও বেশি স্মার্টফোন কাস্টমাইজ করে নিতে পারবেন।
রিয়েলমি সি২৫এস ফোনে রয়েছে ১২ ন্যানোমিটার প্রযুক্তির মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টা-কোর প্রসেসর। ১৮ ওয়াট ফাস্টচার্জিং প্রযুক্তির সঙ্গে রয়েছে ৬০০০ এমএএএচ ব্যাটারি। রিভার্স চার্জিংসহ টাইপ-সি।
৪ জিবি র্যামের ফোনটিতে রয়েছে ৬৪ জিবির এবং আরেকটি সংস্করণ ১২৮ জিবি স্টোরেজের। ৪+৬৪ জিবির দাম ১৩,৫৯০ টাকা এবং ৪+১২৮ জিবির দাম ১৫,৬৯০ টাকা।
ভিভো ওয়াই২১
বাজেটের মধ্যেই ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২১ মডেলে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সঙ্গে রয়েছে টাইপ সি পোর্ট, রয়েছে দ্বিতীয় প্রজন্মের ৪ জিবি র্যাম। এটি বাড়ানো যাবে আরও ১ জিবি পর্যন্ত। আর রম রয়েছে ৬৪ জিবি, মেমোরি কার্ডে যা বাড়ানো যাবে ১ টেরাবাইট পর্যন্ত। ফোনটিতে রয়েছে ৬.৫১ ইঞ্চির বড় ডিসপ্লে।
ভিভো ওয়াই২১ এর পেছনে ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি তুলতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ক্যামেরায় ফিল্টার ২.০ ফিচার রয়েছে যা থেকে বিভিন্ন ধরণের রঙ পছন্দ করে নেয়া যাবে। ১২ ন্যানোমিটার প্রযুক্তির মিডিয়াটেক হেলিও পি৩৫ অক্টা-কোরের প্রসেসর রয়েছে এতে। ভিভো ওয়াই২১ পাওয়া যাচ্ছে মেটালিক ব্লু ও ডায়ামন্ড গ্লো রঙে, ১৪,৯৯০ টাকায়।
অপো এ১৬
এ সিরিজের নতুন স্মার্টফোন এ১৬ এনেছে অপো। ফোনটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ৭২০*১৬০০ মেগাপিক্সেলের ডিসপ্লে। ফোনটিতে রয়েছে পেছনে ১৩ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং সেলফি তুলতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ফোনটিতে টাইপ-সি চার্জিংয়ের সঙ্গে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ১২ ন্যানোমিটার প্রযুক্তির মিডিয়াটেকের জি৩৫ অক্টা-কোরের প্রসেসর রয়েছে ফোনে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রমের ডিভাইসটির দাম ১৪,৯৯০ টাকা।
আপনার মূল্যবান মতামত দিন: