[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

শ্রীলঙ্কার সাবেক স্পিনার সচিত্রা সেনানায়েক গ্রেফতার

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বার ২০২৩, ০২:০৪

ফাইল ছবি

শ্রীলঙ্কার সাবেক স্পিনার সচিত্রা সেনানায়েকে গ্রেফতার হয়েছেন।

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা পুলিশ তাকে গ্রেফতার করে। মূলত ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সেনানায়েকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ২০২০ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলা খেলোয়াড়দের ফিক্সিংয়ে জড়াতে প্রস্তাব দিয়েছিলেন। অবশ্য তিনি তখন লিগে খেলছিলেন না। ধারনা করা হচ্ছে সে সময় তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন।

লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা একাধিক খেলোয়াড়ের সঙ্গে তিনি ম্যাচ পাতানো বিষয়ে যোগাযোগ করেছিলেন। এই তথ্য উদ্ধার করে টুর্নামেন্টের দুর্নীতি-দমন কর্মকর্তারা।

২০১৯ সালে প্রণীত ক্রীড়া অপরাধ দমন আইনের আওতায় আজ তাকে গ্রেফতার করা হয়। সেনানায়েকেই হচ্ছেন প্রথম কেউ যিনি এই আইনের আওতায় গ্রেফতার হলেন।

গেল মাসে শ্রীলঙ্কার একটি আদালত সেনানায়েকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

সচিত্র সেনানায়েকে শ্রীলঙ্কার হয়ে ১টি টেস্ট, ৪৯টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলেন। ওয়ানডেতে ৫৩টি এবং টি-টোয়েন্টিতে ২৫ উইকেট নেন তিনি। ২০১৬ সাল থেকে তিনি আর খেলছেন না। সূত্র: রাইজিংবিডি

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর