[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

মেসি না থাকলে কি হবে মায়ামির?

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৫ সেপ্টেম্বার ২০২৩, ০২:০৩

ফাইল ছবি

গত মৌসুমে তলানিতে থেকে শেষ করতে হয়েছে লিগ। এই মৌসুমে সেই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছে লিওনেল মেসি। এসেই ১১ ম্যাচে করেছেন ১১ গোল। সঙ্গে ৫টিতে রেখেছেন অবদান। কিন্তু কি হবে, যখন আর্জেন্টাইন এই তারকা থাকবেন না?

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচগুলোকে সামনে রেখে ঘোষিত স্কোয়াডে আছেন মেসি। জাতীয় দলের জার্সিতে খেলার জন্য তিনি শিগগিরই মায়ামি ছাড়বেন। যে কারণে ক্লাবটির একটি ম্যাচে দেখা যাবে না এই তারকাকে। আগামী শনিবার (১০ সেপ্টেম্বর) মেসিকে ছাড়াই স্পোর্টিং কানাসাস সিটির বিপক্ষে খেলতে হবে মায়ামিকে।

দলকে একাই টেনে নেওয়া মেসি না থাকায় অবশ্য খুব বেশি চিন্তা করছেন না কোচ তাতা মার্তিনো। সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড ছাড়া একাদশ সাজানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। নিজেদের সর্বোচ্চটুকু দেবেন জানিয়ে মায়ামি কোচ বলেন, ‘আমরা সবাই মিলে নিজেদের সর্বোচ্চটুকু দেব কানসাস সিটির বিপক্ষে। দল থেকে বিরতিতে যাওয়া খেলোয়াড়রা যেন সুস্থ ও স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে এটাই আমাদের চাওয়া।’

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর