[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

আগানো হলো বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সূচি

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বার ২০২৩, ০২:২৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় অবস্থান করছে আফগানিস্তান ফুটবল দল। ম্যাচ দুটো হওয়ার কথা ছিল ৪ ও ৭ সেপ্টেম্বর।

তবে ফিফার পরামর্শ প্রথম ম্যাচের সূচি একদিন এগিয়ে আনা হয়েছে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাই বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামী ৩ সেপ্টেম্বর লড়বে বাংলাদেশ-আফগানিস্তান।
তবে দ্বিতীয় ম্যাচের সূচি অপরিবর্তিত থাকছে। পরিবর্তিত সূচিতে অনুমোদন দিয়েছে ফিফা। ম্যাচ দুটি উপলক্ষে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়েছে গত ২০ আগস্ট।

ক্যাম্পের জন্য ৩২ জন ফুটবলার ডেকেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। আগামী অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ারের লিগে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ এফসির ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় কিংস অ্যারেনার। এরপর টানা দুই মৌসুম কিংস অ্যারেনায় হোম ভেন্যু হিসেবে খেলেছে বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র।

দেড় বছরের ব্যবধানে আন্তর্জাতিক ম্যাচেরও স্বাদ পেতে যাচ্ছে আধুনিক এই মাঠ। ৩ সেপ্টেম্বরের সেই অভিষেক যাতে দাগ কাটতে পারে সে জন্য কিংস অ্যারেনায় চলছে জোর প্রস্তুতি।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর