[email protected] শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

উয়েফা বর্ষসেরা ফুটবলার হালান্ড

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৩, ১৫:১৯

আর্লিং হালান্ড

এবারের উয়েফা বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইনে ও লিওনেল মেসি। পুরস্কারটি উঠেছে হালান্ডের হাতে। নরওয়ের প্রথম ফুটবলার হিসেবে এই সম্মাননা পেলেন তিনি।

মোনাকোর গ্রিমালদি ফোরামে বৃহস্পতিবার রাতে হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। এরপর সেখানেই হয় উয়েফা বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠান। হালান্ডের হাতে সেরা ফুটবলারের ট্রফি তুলে দেন উয়েফা সভাপতি সেফেরিন।

২০২২-২৩ মৌসুমটা দুর্দান্ত কেটেছে হালান্ডের। ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেক মৌসুমেই ট্রেবল জয়ের কীর্তি গড়েন। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৫২ গোল করেন হালান্ড।

উয়েফার বর্ষসেরা কোচ হয়েছেন সিটিকে ট্রেবল জেতানো পেপ গার্দিওলা। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে দেওয়া হয়েছে সম্মানসূচক উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর