[email protected] শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

এশিয়া কাপ

নিজের ব্যর্থতা মেনে নিলেন সাকিব

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৩, ১৫:০১

শ্রীলঙ্কার বিপক্ষে হারের জন্য নিজেদের বাজে ব্যাটিংকেই দায় দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। পাল্লেকেলেতে বৃহস্পতিবার ৫ উইকেটের এই হারের জন্য নিজেদের হতাশার ব্যাটিংকেই দায়ী করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

এদিন টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু নাজমুল হোসেন শান্তর ১২২ বলে ৮৯ রানের ইনিংসের পরও ৪২.৪ ওভারে ১৬৪ রানের গুটিয়ে যায় টাইগাররা। পরে বোলিংয়ে শুরুটা দারুণ হলেও স্বল্প পুঁজি নিয়ে আর পেরে উঠেনি। ৬৬ বল হাতে থাকতে জয় তুলে নেয় স্বাগতিকরা।

ম্যাচে শেষে সাকিব বলেন, ‘এটা ৩০০ রানের উইকেট নয়। ২২০-২৩০ রান আমাদের জয়ের সুযোগ অনেক বাড়িয়ে দিত। দল হিসেবে ব্যাটিংটা আমাদের ভালো হয়নি।’

তামিম ইকবাল ও লিটন দাস না থাকায় তার নিজের ওপর বাড়তি দায়িত্ব ছিল। সেটা পালন করতে না পারার ব্যর্থতা মেনে নেন অধিনায়ক।

৪৩ রানে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছিল টাইগাররা। সেই সময় আরো কয়েকটি উইকেট তুলে নিতে পারলে ম্যাচ ঘুরে যেতো বলে মনে করেন সাকিব। তবে বোলাররা তাদের কাজ ঠিকঠাক করেছেন বলেই মনে করেন তিনি।

সাকিব বলেন, ‘পেসার এবং স্পিনাররা অনেক দিন ধরেই নিজেদের কাজ ঠিকঠাক করছে। কিন্তু বোর্ডে যথেষ্ট রান নেই...।’

তবে এ হতাশা ভুলে দ্রুতই ঘুরে দাঁড়াতে চান সাকিব, ‘আমাদের আবারও গুছিয়ে নিতে হবে সব। কয়েক দিনের মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ খেলা রয়েছে।’

বাংলাদেশের পরের ম্যাচ আগামী ৩ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে। সুপার ফোরে খেলতে হলে সেই ম্যাচে জিততেই হবে সাকিবের দলকে। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর