[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

লিটনকে ঘিরে শঙ্কা, শ্রীলঙ্কা গেলেন তানজিম 

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৩, ০১:৪০

লিটন কুমার দাস। ফাইল ছবি

খবরটা জানা গিয়েছিল গতকালই আসন্ন এশিয়া কাপ খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যাচ্ছেন না টাইগার ওপেনার লিটন কুমার দাস। এশিয়ান শ্রেষ্ঠত্বের এই লড়াই সামনে রেখে এর মধ্যে গতকাল শ্রীলঙ্কায় পৌঁছান সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ দল। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচের আগে অবশ্য দুশ্চিন্তায় কপালের ভাঁজ বাড়ছে টাইগারদের।

এশিয়া কাপে টাইগাররা এখন পর্যন্ত রানার্সআপ হলেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশের। পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত এবারের আসরে শিরোপা জিতে সেই স্বাদ পেতে চান সাকিবরা। দলের শক্তিমত্তা ও অভিজ্ঞতার কারণে টাইগারদের সম্ভাবনাও দেখছেন অনেকেই।

তবে বাংলাদেশের এই শিরোপাস্বপ্নে শুরুতেই বাধা আসতে পারে। আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো দলের সঙ্গে একই গ্রুপে থাকায় গ্রুপ পর্ব পার হওয়াটা সহজ হবে না। সময়টা আরও কঠিন হয়ে উঠতে পারে যদি লিটন দাসকে না পাওয়া যায়। অসুস্থতার কারণে দলের সঙ্গে লঙ্কায় যেতে পারেননি তিনি। গতকাল রোববার (২৭ আগস্ট) বাংলাদেশ দল দেশ ছেড়েছে লিটনকে ছাড়াই।

জানা গেছে, জ্বরের কারণেই লিটন দলের সঙ্গী হতে পারেননি। এমনকি সোমবারও (২৮ আগস্ট) জ্বর থেকে সেরে উঠতে না পারায় দলের সঙ্গে যোগ দিতে লঙ্কার বিমান ধরতে পারছেন না তিনি। তাই প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের খেলা নিয়ে শঙ্কা বাড়ছে আরও। সেরে উঠে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য লিটনের হাতে সময় আছে মাত্র ২ দিন।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় লিটনের ডেঙ্গু টেস্ট করা হয়েছিল। স্বস্তির খবর সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। ডেঙ্গু নেগেটিভ হলেও জ্বর না সারা পর্যন্ত দেশ ছাড়া হচ্ছে না লিটনের। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'এখনো জ্বর আছে লিটনের। আজও তাই শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না এই ওপেনারের। ডে বাই ডে দেখব আমরা। এরপর যখন মনে করব ও প্রস্তুত, তখনই পাঠিয়ে দেব।'

এশিয়া কাপে বাংলাদেশ পাচ্ছে না নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকেও। তার জায়গায় ওপেনিংয়ে লিটনের সঙ্গী হওয়ার কথা তানজিদ হাসান তামিম ও নাঈম শেখের মধ্যে যেকোনো একজনের।

লিটন যদি দ্রুত সেরে উঠতে না পারেন তবে ওপেনিং নিয়ে দুশ্চিন্তা আরও বাড়বে। এদিকে চোট পাওয়া এবাদতের জায়গায় সুযোগ পাওয়া তানজিম সাকিব গতকাল ভিসা জটিলতায় শ্রীলংকায় যেতে না পারলেও আজকে দলের সঙ্গী হতে দেশ ছেড়েছেন।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর