[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

রোনালদোর হ্যাটট্রিকের ম্যাচে পয়েন্টের খাতা খুললো আল নাসর

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৩, ১৮:২১

ছবি: সংগৃহীত

সৌদি প্রো-লিগের নতুন মৌসুমে পর পর দুই ম্যাচে হেরেছে আল নাসর। এবার তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল দলটি। আল ফাতেহর বিপক্ষে গোল উৎসব করেছে আল নাসর। গুনেগুনে ৫ গোল করেছে তারা। যেখানে রোনালদো পেয়েছেন হ্যাটট্রিক। আর সাদিও মানে করেছেন ২ গোল। ৫-০ গোলে জয় পাওয়ার ম্যাচ দিয়ে প্রো লিগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আল নাসর।

রোনালদো হ্যাটট্রিক পেলেও গোলের খাতা খুলেন মানে। ২৭ মিনিটে রোনালদো ও মানের দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় আল নাসর। বক্সের বাইরে থেকে দারুণভাবে বল এগিয়ে দেন রোনালদো। গোলরক্ষককে একা পেয়ে মানে বল জালে পাঠান সহজেই।

রোনালদোকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১০ মিনিট পর সুলতান আল ঘাননামের বাড়ানো বল লক্ষ্যভেদ করেন সিআর সেভেন। ২-০ গোলের লিড নিয়ে আল নাসর যায় বিরতিতে। ফিরে রোনালদোর পা ছুঁয়ে আসে দ্বিতীয় গোল। এবার ঘারিবের বাড়ানো বল রোনালদো লক্ষ্যভেদ করেন অতি সহজে।

৮১ মিনিটে মানে পেয়ে যান নিজের দ্বিতীয় গোল। ঘারিবের ক্রস ডানকোন দিয়ে হেডে বল জালে পাঠান মানে। রোনালদো ও মানের দুজনের তখন সুযোগ ছিল হ্যাটট্রিকের। কিন্তু ৮৬ মিনিটে মানে ওঠে যাওয়ায় রোনালদোর হ্যাটট্রিকের সম্ভাবনা বেড়ে যায়। পর্তুগিজ তারকা সুযোগ হাতছাড়া করেননি। ম্যাচের যোগ করা সময়ে বুশালের বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেয়ে নিজের ক্যারিয়ারের ৬৩তম হ্যাটট্রিক তুলে নেন রোনালদো।

ম্যাচ জিতে লিগে পয়েন্টের খাতা খুলেছে আল নাসর। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ ও আল আহলি। সূত্র: রাইজিংবিডি

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর