প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৪, ১৪:৪৯
রাওয়ালপিন্ডিতে চালকের আসনে বসে চতুর্থ দিনশেষ করেছিল বাংলাদেশ। পঞ্চম এবং শেষ দিনের শুরুটাও ভালো করেছিল টাইগাররা। শরিফুলের আঘাতে শান মাসুদের আউটের পর বাবর আজমের ক্যাচ মিস করেন লিটন দাস। তবে পিচে থিতু হতে পারেননি এই পাক ব্যাটার। ৫০ বলে ২২ রান করে নাহিদ রানার বলে বোল্ড আউট হন তিনি।
পরের ওভারেই সাউদ শাকিলকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। এতে দলীয় ৬৭ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। তবে একপ্রান্ত আগলে রেখেছেন ওপেনার আব্দুল্লাহ শাফিক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৭০ রান। মোহাম্মদ রিজওয়ান ০* এবং আব্দুল্লাহ শাফিক রানে ব্যাট করছেন।
এর আগে তৃতীয় এবং চতুর্থ দিনে দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের ৪৪৮ রানের লক্ষ্য ভেদ করে ১১৭ রানের লিড পেয়েছে সফরকারীরা। নিজেদের প্রথম ইনিংসে ৫৬৫ রানে অলআউট হয় টাইগাররা।
দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে হোঁচট খায় স্বাগতিকরা। ইনিংসের তৃতীয় ওভারে ১ রান করে সাজঘরে ফেরেন ওপেনার সাইম আইয়ুব।
শেষ পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান তুলে দিনশেষ করেছে পাকিস্তান। আব্দুল্লাহ শাফিক ১২* রান এবং ৯ রানে অপরাজিত ছিল শান মাসুদ। এখান থেকে পঞ্চম দিনের খেলা শুরু করেছে।
মন্তব্য করুন: