প্রকাশিত:
১১ জুন ২০২৪, ২৩:০৭
বিশ্বকাপে টানা দুই ম্যাচ জিতে খাদের দ্বারপ্রান্ত রয়েছে পাকিস্তান। কাগজে-কলমে এখনও সুপার এইটের আশা বেঁচে আছে দ্য গ্রিন ম্যানদের। সে জন্য আয়ারল্যান্ড এবং কানাডার বিপক্ষে জয় বাধ্যতামূলক। সেই সঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রকে হারতে হবে।
মঙ্গলবার (১১ জুন) নিজেদের তৃতীয় এবং ডু অর ডাই ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। নিউইয়র্কে টস জিতে কানাডাকে বাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। ইফতেখার আহমেদকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে সায়েম আইয়ুবকে।
পাকিস্তানের একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, উসমান খান, ইমাদ ওয়াসিম, সায়েম আইয়ুব, শাদাব খান, হারিস রাউফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও মোহাম্মদ আমির।
কানাডার একাদশ : অ্যারন জনসন, নবনিত ঢালিওয়াল, পরগত সিং, নিকোলাস কারটন, শ্রেয়াস মোভা, রবিন্দরপাল সিং, সাদ বিন জাফর (অধিনায়ক), ডিলন হেইলিগার, কলিম সানা, জুনায়েদ সিদ্দিকি ও জেরেমি গর্ডন।
মন্তব্য করুন: