[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

লিটনের ব্যর্থতা: হারলেন সাকিবের গল টাইটান্স

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৩, ১৯:১৮

ছবি: সংগৃহীত

লঙ্কান প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিলেন লিটন দাস। হেরেছে তাদের দল গল টাইটান্সও।

প্রেমাদাসা স্টেডিয়ামে গলকে ৬ উইকেট আর ২ বল রেখে হারিয়েছে ডাম্বুলা অরোরা। লিটন ব্যর্থ হলেও অবশ্য ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান।

টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪৬ রানেই থেমে গিয়েছিল সাকিব-লিটনদের গল টাইটান্স। একাই লড়াই করেন ওপেনার লাসিথ ক্রুসপুলে। ৬১ বলে ৭ চারের সাহায্যে তিনি করেন ৮০ রান।

তিন নম্বরে নেমে লিটন ৭ বলে ১ বাউন্ডারিতে ৮ করেই আউট হয়ে যান। চারে নামা সাকিব ১৭ বলে ৩ চারে করেন ১৯।

জবাবে কুশল মেন্ডিস আর কুশল পেরেরার দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পেতে কষ্ট হয়নি ডাম্বুলার। মেন্ডিস ৪৫ বলে ৪৯ করে আউট হন, পেরেরা ৩৯ বলে করেন ৫৩। ১৪ বলে ২৪ আসে আভিষ্কা ফার্নান্ডোর ব্যাট থেকে।

সাকিব ৪ ওভার হাত ঘুরিয়ে ২৩ রান দিয়ে নেন একটি উইকেট। ওপেনার আভিষ্কাকে সাকিব বানান স্বদেশি উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর