প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৩, ০৩:১৮
তিন বছর আগে বাংলাদেশকে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিল অনূর্ধ্ব-১৯ দল। সেটাই ছিল যেকোনো পর্যায়ের ক্রিকেটে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ। ওই বিশ্বকাপজয়ী দলের একজন তানজিদ হাসান তামিম এখন জাতীয় দলে। এশিয়া কাপে সম্ভাব্য তিনিই ওপেন করবেন।
সেটাও তামিম ইকবালের জায়গায়। এর পরই আছে বিশ্বকাপ। তামিমের ইনজুরির সৌজন্যে বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা হতে পারে ‘ছোট’ তামিমের। এই তরুণই আজ জানালেন তার বিশ্বকাপ স্বপ্নের কথা।
এশিয়া কাপের দলে সবচেয়ে আলোচিত নাম এখন তানজিদ তামিম। সদ্যই ইমার্জিং টিম এশিয়া কাপে মারকুটে ব্যাটিং করে এসেছেন। জাতীয় দলেও কোচ এবং টিম ম্যানেজমেন্ট তাকে সহজাত খেলাটা খেলে যাওয়ার স্বাধীনতা দিয়েছে।
তামিমের আগেই যুব বিশ্বকাপজয়ী দলের মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম, শামিম হোসেন, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও মৃত্যুঞ্জয় চৌধুরীরা জাতীয় দলে খেলেছেন। আজ তামিম বললেন, ‘একটাই স্বপ্ন, বড়দের হয়ে বিশ্বকাপ জেতা।’
মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তানজিদ হাসান তামিম আরো বলেন, ‘আমরা যেটা অর্জন করেছি (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ), সেটা তো এখন অতীত হয়ে গেছে। আমাদের (যুব বিশ্বকাপজয়ী) সবার মধ্যে একটাই কথা হয়, সবার একটাই স্বপ্ন, বড়দের হয়ে বিশ্বকাপ জেতা।
যখন আমাদের দেখা হয়, সামনে যেহেতু বিশ্বকাপ, একটা জিনিসই মাথায় কাজ করে। আমরা এশিয়া কাপ বা যত টুর্নামেন্টই খেলি, ব্যাক অব দ্য মাইন্ড কিন্তু সব সময় বিশ্বকাপ থেকেই যায়।
ইনশাআল্লাহ চেষ্টা করব এবার। যদি কপালে থাকে, হয়ে যাবে…।’ সূত্র: কালেরকণ্ঠ।
বাংলা গেজেট/এফএস
মন্তব্য করুন: