[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকায় সৌরভ!

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৩, ০২:১৬

ছবি: সংগৃহীত

ভারতের স্বাধীনতা দিবসের দিন সবাইকে চমকে দিয়েছেন সাবেক জনপ্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ সামাজিক মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর বেশে দেখা যায় ক্রিকেটের দাদাকে। এরপরই মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায়। ছবিটি শেয়ার করেছেন খোদ সৌরভ।

সোমবার স্বাধীনতা দিবসের আগে ভারতীয় সংবাদ মাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ ডিজিটাল একটি ফটো গ্যালারি প্রকাশ করে। সেখানে দেশটির ক্রিকেট তারকাদের দেখানো হয়েছিল স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবিগুলি নির্মাণ করেন শিল্পী অরিত্র দেব। গ্যালারির একেবারে শুরুতেই ছিল সৌরভের নেতাজির বেশের এই ছবিটি।

এদিকে সম্প্রতি এআই দিয়ে তৈরি বিভিন্ন ছবি ভেসে উঠছে নেট দুনিয়ায়। ওই গ্যালারিতে মহাত্মা গান্ধীর বেশে ছিলেন মহেন্দ্র সিং ধোনি, চন্দ্রশেখর আজাদের বেশে শচীন, রানি লক্ষ্মীবাঈয়ের বেশে মিতালি রাজ, ভগৎ সিংয়ের বেশে বিরাট কোহলি, মঙ্গল পাণ্ডের বেশে শিখর ধাওয়ান, ক্ষুদিরাম বসুর বেশে যুবরাজ সিং, বাল গঙ্গাধর তিলকের বেশে রবীন্দ্র জাদেজা, সরোজিনী নাইডুর বেশে ঝুলন গোস্বামী, সর্বাদ বল্লভভাই প্যাটেলের বেশে কপিল দেবকে দেখা গেছে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর