প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৪, ১৮:৪০
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজের দুই টেস্টেই পরাজয়ের মুখ দেখেছে বাংলাদেশ। যেখানে ব্যর্থ ছিলেন দলের প্রায় সকল জুনিয়র ক্রিকেটাররা। নতুনরা ব্যর্থ হলেও খারাপ সময়ে পাশে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বৃৃহস্পতিবার(০৪ এপ্রিল) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এ সময় তিনি কথা বলেছেন টাইগারদের সাম্প্রতিক পারফর্মম্যান্স নিয়ে।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের ব্যর্থতা নিয়ে জালাল বলেন, 'আমরা চট্টগ্রাম এবং সিলেটে খেলেছিলাম ব্যাটারদের জন্য তাদের সুযোগ দেওয়ার জন্য। যাতে করে তারা এখানে রান করতে পারে। সেটা হয়নি, আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে টেস্ট ক্রিকেটার কিছু নতুন খেলছে ওদেরকে সময় দিতে হবে। টেস্ট দলে ঢুকে প্রথম থেকেই মানিয়ে নেওয়াটা কঠিন। সেটা তাদের একটু সময় লাগবে। নাম বলছি না, দুই-তিন জন নতুন রয়েছে তাদের সময় লাগবে।'
জালালের আক্ষেপ অভিজ্ঞদের নিয়ে, 'তবে যারা অভিজ্ঞ ক্রিকেটার ছিল, তারাও রান করেনি তাদের কাছে রান আশা করেছিলাম। আমরা যদি কোনো অভিজ্ঞ ক্রিকেটারের থেকে দুইটা পার্টনারশিপ পেতাম তাহলে আমাদের হয়ে যেত। কিন্তু আমরা তাদের কাছ থেকে পার্টনারশিপ পায়নি। এখানে আমাদের বড় একটা গ্যাপ। বোলিং বলব যে মোটামুটি ভালো হয়েছে।'
মন্তব্য করুন: