[email protected] শনিবার, ১৮ই জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

বাবা হতে যাচ্ছেন শান্ত

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৩, ২৩:৪৮

ছবি: সংগৃহীত

মহামারী করোনাভাইরাস চলাকালে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। নিজ জেলা রাজশাহীর মেয়ে সাবরিন সুলতানা রত্নার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। এবার তাদের কোলজুড়ে আসছে নতুন অতিথি। বাবা হতে যাচ্ছেন ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা শান্ত।

গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে বেবি শাওয়ারের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা যায়। ছবিতে শান্ত-রত্না জুটির পাশাপাশি দেখা যায় জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটারের স্ত্রীকেও। যার মধ্যে ছিলেন তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফ পত্নীরা।

২০২০ সালের ১১ জুলাই দীর্ঘদিনের সম্পর্ককে বাস্তবে রূপদান করেন নাজমুল হোসেন শান্ত-সাবরিন রত্না জুটি। শান্তর সঙ্গে আগে থেকে পরিচয় থাকা রত্না সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। বিয়ের পর শেষ করেছেন পড়াশোনার বাকি পাঠ।

এদিকে, এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিলে বড় মঞ্চে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় নির্ভরতা হতে পারেন তিনি।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর