[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

লংকা প্রিমিয়ার লিগ

বাবরদের উড়িয়ে প্লে অফে সাকিবরা

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৩, ০৭:৫৪

লংকা প্রিমিয়ার লিগ

বাবর আজমদের কলম্বো স্ট্রাইকার্সকে উড়িয়ে দিয়ে লংকা প্রিমিয়ার লিগের প্লে অফে উঠে গেছে সাকিবদের গল টাইট্যান্স। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে তারা।

বৃহস্পতিবার শীর্ষে থাকা ডাম্বুলা অরার বিপক্ষে কোয়ালিফায়ার ১ হিসেবে খেলবে টাইট্যান্স।

রাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ডু-অর-ডাই ম্যাচে স্ট্রাইকার্সকে মাত্র ৭৪ রানে আটকে দিয়ে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় টাইট্যান্স।

তাবরেজ শামসি (৪/২০) আর সেকুগে প্রসন্ন (৩/১৪) -এর স্পিনের জবাব খুজে পায়নি স্ট্রাইকার্স। দুই উইকেট শিকারী লাহিরু কুমারার শিকার হওয়া বাবর করেন ৬ রান।

জবাব দিতে নেমে ১৯ রানের ভেতর রাজাপাকশে আর লিটন দাস (৪ বলে ১ রান) কে হারামোর পর লাসিথ ক্রুসপুলির সংগে জুটি বেধে লক্ষ্যে নিয়ে যান সাকিব আল হাসান।

৮ রানে ১ উইকেট শিকারী সাকিব ১২ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন। কলম্বোর হয়ে খেলতে নামা শরিফুল ইসলাম ১ ওভারে ৭ রান দিয়েছেন। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর