infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২

আইপিএলে প্রতি বলে কত টাকা পাবেন মিচেল স্টার্ক-কামিন্স?

মর্নিং টাইমস

প্রকাশিত:
২০ ডিসেম্বার ২০২৩, ১৮:৩৯

ছবি : সংগৃহীত

আইপিএলের ইতিহাস ভেঙে চুরমার করে দিয়েছেন ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান স্পিড স্টার মিচেল স্টার্ক।

 

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ দামে তাকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২৪ কোটি ৭৫ লাখে তাকে কিনেছে কেকেআর। এদিকে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে আইপিএলের মিনি নিলামে আরেক অস্ট্রেলিয়ান বিশ্বজয়ী অধিনায়ক পেট কামিন্সও ঝড় তুলেছেন। ২০ দশমিক ৫০ কোটি টাকায় তাকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ।

 

বিশ্বকাপজয়ী এই দুই অজির পেছনেই অর্ধশত কোটি টাকা খরচ হয়েছে। এতে অনেকেরই কৌতূহল জেগেছে, তাহলে প্রতি বল করার জন্য কত টাকা করে পাচ্ছেন তারা! হায়দরাবাদের হয়ে কামিন্স প্রতিটি ম্যাচে খেললে এবং প্রতি ম্যাচে চার ওভার করে বল করলে প্রতি বল করার জন্য ৬ দশমিক ১ লাখ টাকা পাবেন তিনি।

 

অন্যদিকে শাহরুখ খানের ডেরায় থাকা স্টার্ক প্রতিটি ম্যাচে চার ওভার করে বল করলে বল প্রতি ৭ লাখ ৩৬ হাজার ৬০৭ টাকা করে পাবেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর