[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৭ ডিসেম্বার ২০২৩, ১৩:৪৬

ছবি : সংগৃহীত

এসিসি অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ফাইনালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

 

রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা জয়ের জন্য একে অপরের মুখোমুখি হবে দুই। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১১ টায় শুরু হবে ম্যাচটি।

 

এই ম্যাচ শুরুর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আরব আমিরাতের অধিনায়ক আয়ান আফজাল খান। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। যুব এশিয়া কাপে প্রথমবার শিরোপার ছোঁয়ার লক্ষ্যে মাঠে নামছে উভয় দল। যুব এশিয়া কাপে অংশ নেওয়ার সময় উভয় দলই কিন্তু ফেভারিট হিসেবে প্রবেশ করেনি। প্রথম সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। আর পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট পায় আমিরাতের যুবারা।

 

বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাতের ফাইনাল খেলা টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে না। তবে ম্যাচটি দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ:
আশিকুর রহমান শিবলী (উইকেটরক্ষক), জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রোহানাত দোউল্লাহ বোরসন, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।

সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ একাদশ:
আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), অক্ষত রাই, তানিশ সুরি, ধ্রুব পরাশর, ইয়ান রাই, ইথান ডিসুজা, আয়ান আফজাল খান (অধিনায়ক), আম্মার বাদামি, হার্দিক পাই, আয়মান আহমেদ, ওমিদ রহমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর