infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ৯ই অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৭ ডিসেম্বার ২০২৩, ১২:৩৭

ছবি : সংগৃহীত

বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে তিন দফা বৃষ্টির বাধায় পড়ে। পঞ্চাশ ওভারের ম্যাচ নেমে আসে ত্রিশ ওভারে। বল হাতে ইনিংসের প্রথম ওভারেই জোড়া শিকারে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। কিউই ওপেনার উইল ইয়াংয়ের ঝোড়ো সেঞ্চুরিতে ২৩৯ রানের বিশাল সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। তবে জিততে হলে ডিএল মেথডে ৩০ ওভারে বাংলাদেশকে করতে হবে ২৪৫ রান।

 

রোববার (১৭ ডিসেম্বর) ডানেডিনে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ডিএলএসে নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলেছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ বলে ১০৫ রান করেছেন ইয়াং। বাংলাদেশের হয়ে ৬ ওভারে ২৮ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার শরিফুল ইসলাম। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য ২৪৫ রান।

 

বাংলাদেশের শরীফুল ইসলাম সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এ ছাড়া মিরাজ একটি উইকেট নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর