[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

পাকিস্তানের কাছে পাত্তাই পেল না ভারত

মর্নিং টাইমস

প্রকাশিত:
১১ ডিসেম্বার ২০২৩, ১৩:৫৯

ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। মোহাম্মদ জিশানের বোলিং নৈপুণ্যের পর আজান আওয়াইসের অপরাজিত শতকে চিরশত্রুদের হারিয়ে দিয়েছে পাক যুবারা। টানা দুই জয়ে গ্রুপ ‘এ’ তে শীর্ষে অবস্থান করছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

 

রবিবার (১০ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন উদয়। জবাবে ২ উইকেট হারিয়ে ৪৭ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। অপরাজিত ১০৫ রান করে ম্যাচসেরা হয়েছেন আজান আওয়াইস।

 

ভারতের ২৬০ রানের জবাব দিতে নেমে ২৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটে আজান আওয়াইসকে নিয়ে ১১০ জুটি গড়েন ওপেনার শাহজাইব খান। ৮৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেন পাক ওপেনার শাহজাইব। তৃতীয় জুটিতে অধিনায়ক সাদ বেগকে ১২৫ রানের আরও একটি বড় পার্টনারশিপ গড়েন আওয়াইস। ৫১ বলে ৮ চার ও ১ ছয়ে ৬৮ রানে অপরাজিত থাকেন পাক অধিনায়ক। এ ছাড়া আওয়াইস ১৩০ বলে ১০ চারের সাহায্যে ১০৫ রানের দুর্দান্ত ইনিংসে অপরাজিত থাকেন।

 

এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে তিন ব্যাটারের ফিফটিতে ২৫৯ রানে থামে ভারত অনূর্ধ্ব-১৯ দল। সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন ওপেনার আদর্শ সিং। চার নম্বরে ব্যাটিং করা অধিনায়ক উদয় সাহারানের উইলো থেকে আসে ৬০ রানের ইনিংস। এ ছাড়া সাতে নেমে ৪২ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংন খেলেন শচীন দাস। পাকিস্তানের হয়ে ৪৬ রানের বিনিময়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন মোহাম্মদ জিশান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর