[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

শ্বাসরুদ্ধকর ম্যাচে ৬ রানে জিতল ভারত

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৪ ডিসেম্বার ২০২৩, ০১:৩৭

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ১৬০ রান করেও জয় পেয়েছে ভারত। শেষ দিকে ৭ বলে মাত্র ১০ রান করতে পারেনি অস্ট্রেলিয়া।

শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১০ রান। ব্যাটিংয়ে ছিলেন অধিনায়ক ম্যাথু ওয়েড। তার মতো একজন তারকা ব্যাটসম্যান থাকা সত্ত্বেও শেষ ওভারে ১০ রান করতে পারেনি অস্ট্রেলিয়া।

শেষ ওভারে অস্ট্রেলিয়া মাত্র ৩ রানে ম্যাথু ওয়েডের উইকেট হারায়। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৬ রানে জিতে যায় ভারত।

বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির মতো তারকাদের ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয় পায় ভারত।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০৮ রান করেও পরাজয় এড়াতে পারেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ২৩৬ রানের টার্গেট তাড়ায় অস্ট্রেলিয়া হারে ৪৪ রানে।

তৃতীয় ম্যাচে ভারতের ছূড়ে দেওয়া ২২৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটে জিতে অস্ট্রেলিয়া। চতুর্থ ম্যাচে ১৭৫ রান তাড়ায় অস্ট্রেলিয়া হেরে যায় ২০ রানে।

আজ রোববার বেঙ্গালুরুর এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬০ রান করে ভারত। টার্গেট তাড়ায় ৬ রানে হেরে যায় অস্ট্রেলিয়া। সূত্র: যুগান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর