[email protected] বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

ক্রিকেটকে বিদায় বললেন স্টিভেন ফিন

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৩, ১৬:১৪

ফাইল ছবি

ইনজুরির সাথে লড়াই করে অবশেষে ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সী ইংলিশ ক্রিকেটার স্টিভেন ফিন। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে ফিন বলেন, 'আজ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি, যা এখন থেকেই কার্যকর হবে। ১২ মাস ধরে নিজের শরীরের সঙ্গে লড়াই করছি, এর কাছে হার স্বীকার করে নিয়েছি। মিডলসেক্সের হয়ে ২০০৫ সালে অভিষেকের পর থেকেই পেশা হিসেবে ক্রিকেট খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। ভ্রমণটা মসৃণ ছিল না, তবে উপভোগ করেছি।'

২০১০ সালের ১২ মার্চ চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। সব মিলিয়ে ইংল্যান্ডের জার্সিতে ১২৬টি ম্যাচ খেলেছেন তিনি। তাতে ২৫৪টি উইকেট নিয়েছেন। ২৯.০৫ গড়ে। সবশেষ টেস্ট ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে ২০১৬ সালে মিরপুরে। ২০১৭ সালের ২৯ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছেন এই পেসার। তারপর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত না হলেও ইংল্যান্ডের কাউন্টিতে নিয়মিত ছিলেন এই পেসার। সূত্র: বিডি প্রতিদিন

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর