[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

৭ রানের লিড নিয়ে থামল নিউজিল্যান্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ নভেম্বার ২০২৩, ১৪:২৮

সংগৃহিত ছবি

সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিড পাওয়ার আশায় ছিল বাংলাদেশ। হাতে ২ উইকেট রেখে বাংলাদেশের ৩১০ রান থেকে ৪৪ রান পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। কিন্তু কাইল জেমিনসন ও টিম সাউদির শেষের দৃঢ়তায় ৩১৭ রান তুলে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। সফরকারী দলটি ৭ রানের লিড নিয়েছে। 

নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ১০৪ রানের ইনিংস খেলেছেন কেন উইলিয়ামসন। মিডল অর্ডারে ড্যারেল মিশেল ৪১ ও গ্লেন ফিলিপস ৪২ রানের ইনিংস খেলেন। এছাড়া কাইল জেমিনসনের ব্যাট থেকে ২৩ ও টিম সাউদির ব্যাট থেকে আসে ৩৫ রানের ইনিংস। 

এর আগে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন মাহমুদুল জয়। তিনে নামা নাজমুল শান্ত ও চারে নামা মুমিনুল হক ৩৭ করে রান যোগ করেন। শাহাদাত হোসেন ২৪, মেহেদী মিরাজ ২০ ও নুরুল হাসান খেলেন ২৯ রানের ইনিংস। 

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের অনিয়মিত অফ স্পিনার ফিলিপস ৪ উইকেট তুলে নেন। দুটি করে উইকেট নেন জেমিনসন ও আজাজ প্যাটেল। বাংলাদেশ দলের হয়ে স্পিনার তাইজুল ইসলাম ৪ উইকেট নিয়েছেন। গোল্ডেন হ্যান্ড বনে গেছেন মুমিনুল হক। মাত্র ৩.৫ ওভার বোলিং করে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।

বাংলা গেজেট/এফএস

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর