[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৩, ২১:৫৭

ফাইল ছবি

বিশ্বকাপে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হারিয়েছে ভারত। আসরজুড়ে দাপটের সঙ্গে খেললেও রোহিত শর্মার দল পারেনি অজিদের বিপক্ষে জয়ের দেখা পেতে। ফলে রেকর্ড ষষ্ঠ বারের মত চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এদিকে বৈশ্বিক এ আসর শেষ না হতেই দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি এ দুই দল, খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ বিশাখাপাত্তনামে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের নয়া অধিনায়ক সূর্যকুমার যাদব।

এই সিরিজে দুই দলেরই একাধিক তারকা নেই। ভারতের স্কোয়াডে বিশ্বকাপ খেলা মাত্র দুই জন ক্রিকেটার রয়েছেন। আইপিএল ও ঘরোয়া ক্রিকেট পারফর্ম করা ক্রিকেটারদের নিয়েই দল সাজিয়েছে বিসিসিআই।

অপরদিকে অস্ট্রেলিয়ার স্কোয়াডেও নেই ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স সহ একাধিক তারকা। দলের অধিনায়কত্বের দায়ভার অভিজ্ঞ ম্যাথিউ ওয়েডের কাঁধে।

অস্ট্রেলিয়া একাদশ:

ম্যাথিউ শর্ট, স্টিভেন স্মিথ, জশ ইঙ্গলিস, অ্যারন হার্ডি, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, শন অ্যাবট, নাথান এলিস, জেসন বেহরেনডর্ফ, তানভীর সাং।

ভারত একাদশ:

রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, রিংকু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, মুকেশ কুমার, প্রসিধ কৃষ্ণ।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর