[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে গুল-আজমল

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২১ নভেম্বার ২০২৩, ১৯:৩৮

ফাইল ছবি

বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর ঢেলে সাজানো হচ্ছে বোর্ড। কোচিং প্যানেলেও আসছে ব্যাপক রদবদল। সেই ধারাবাহিকতায় পেস বোলিং কোচ মরনে মরকেলের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক পেসার উমর গুলকে। স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির আরেক সাবেক তারকা স্পিনার সাঈদ আজমলকে।

২০২০ সালে সব ধরণের ক্রিকেট ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই কোচিং করছেন গুল। ৪৭ টেস্টে ১৬৩ উইকেট ও ১৩০ ওয়ানডেতে ১৭৯ উইকেট নেওয়া গুল; পিসিএলের দল কোয়েটা গ্লাডিয়েটরসকে কোচিং করানোর পর আফগানিস্তান জাতীয় দলের কোচিং করিয়েছেন।

তবে আজমলের ক্ষেত্রে অবশ্য বিষয়টি নতুন। প্রথমবারের মতো জাতীয় দলের বোলিং কোচের ভূমিকা পালন করবেন তিনি। পাকিস্তানের সাবেক এই নাম্বার ওয়ান বোলার দেশের হয়ে খেলেছেন ৩৫টি টেস্ট ও ১৮৪টি ওয়ানডে। যেখানে তার উইকেট যথাক্রমে ১৭৮ ও ১৮৪।

এই দুই কোচের অধীনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। এরপর তারা দায়িত্ব সামলাবেন নিউজিল্যান্ড সিরিজেও। যেখানে দলের প্রধান নির্বাচক হিসেবে থাকছেন ওয়াহাব রিয়াজ। দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর