[email protected] রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১

ফাইনালের আগে জমকালো সমাপনী বিশ্বকাপের

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৮ নভেম্বার ২০২৩, ২১:০০

ফাইল ছবি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে এবার ছিল না কোন উদ্বোধনী অনুষ্ঠান। এনিয়ে সমালোচনাও হয়েছিল ঢের। তবে ফাইনালের দিনে তেমনটা হচ্ছে না। জমকালো এক সমাপনী থাকছে ওয়ানডে বিশ্বকাপে।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে ফাইনাল। যেখানে ট্রফির জন্য লড়বে ভারত-অস্ট্রেলিয়া। এই লড়াইয়ের আগে সমাপনী অনুষ্ঠানে থাকবে চমকের পর চমক!

বিশ্বকাপ ফাইনাল দেখতে প্রধান অতিথি হিসেবে মাঠে থাকতে পারেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে আমন্ত্রন জানানো হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকেও।

ফাইনাল আমন্ত্রিত হয়েছেন ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনি। থাকবেন শচীন টেন্ডুলকারও।

ফাইনালের আগে বলিউডের নামী কম্পোজার প্রীতম থেকে শুরু করে ব্রিটিশ গায়িকা দুয়া লিপার পারফর্ম করবেন। সমাপনী অনুষ্ঠানের সেরা আকর্ষণ ভারতের বিমানবাহিনীর ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিমের’ শো। ১০ মিনিট পারফর্ম করবে ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিম’।

এর আগে গত ১৪ অক্টোবর একই ভেন্যুতে ভারত-পাকিস্তান ম্যাচের আগে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। যেখানে পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং, সুনিধি চৌহান, শঙ্কর মহাদেবনরা।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর