[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

টি-টোয়েন্টি

ভারতকে উড়িয়ে উইন্ডিজের সিরিজ জয়

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৩, ১৭:৩৮

ছবি: ওয়েস্ট ইন্ডিজ দল।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ এ সমতা বিরাজ করছিল। ফলে রোববার রাতের পঞ্চম ও শেষ ম্যাচটি পরিণত হয়েছিল সিরিজ নির্ধারণীতে। অঘোষিত সেই ফাইনালে ভারতকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভারতের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ক্যারিবীয়রা পৌঁছে যায় ১২ বল হাতে রেখে। রান তাড়া করতে নেমে দলীয় ১২ রানে কাইল মেয়ার্সের (১০) উইকেটটি হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ভারতীয় বোলারদের বেদম পিটিয়ে ১০৭ রানের জুটি গড়েন নিকোলাস পুরান ও ব্রেন্ডন কিং। পুরান ৩৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেন। আর কিং মাঠ ছাড়েন দলকে জিতেয়ে।

৫৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন তিনি। শাই হোপ খেলেন হার না মানা ২২ রানের ইনিংস।

এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমেছিল ভারত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে দলটি। সূর্যকুমার যাদব সর্বোচ্চ ৬১ রান করেন। তার ৪৫ বলের এই ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। তিলক ভার্মার ব্যাট থেকে আসে ১৮ বলে ২৭ রান। উইন্ডিজের পক্ষে ৩১ রানে ৪টি উইকেট শিকার করেন রোমারিও শেফার্ড।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর