প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৩, ০৪:৫৪
ইতালি জাতীয় ফুটবল দলের কোচ রবার্তো মানচিনি পদত্যাগ করেছেন। আজ রোববার (১৩ আগস্ট) তিনি পদত্যাগের ঘোষণা দেন।
তার হাত ধরে ২০২১ সালে ইতালি ইউরোতে চ্যাম্পিয়ন হয়েছিল। আবার তার সময়েই চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্যর্থ হয় বিশ্বকাপে জায়গা করে নিতে।
মানচিনির পদত্যাগের বিষয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানায়, গেল রাতে মানচিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরবর্তী কয়েকদিনের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করা হবে।
অবশ্য ফেডারেশনের হাতে খুব বেশি সময় নেই। ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচে আগামী মাসে উত্তর মেসিডোনিয়া ও ইউক্রেনের মুখোমুখি হবে ইতালি। ১০ সেপ্টেম্বর মেসিডোনিয়ার বিপক্ষে ও ১২ সেপ্টেম্বর ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে আজ্জুরিরা।
২০১৮ সালে ইতালি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর মানচিনি দায়িত্ব নেন। ১৯৫৮ সালের পর সেবারেই প্রথম বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয় তারা। এরপর মানচিনির তত্ত্বাবধানে ইতালি ২০২১ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে। কিন্তু আবারও ব্যর্থ হয় বিশ্বকাপে জায়গা করে নিতে। ২০১৮ এর পর ২০২২ কাতার বিশ্বকাপের খেলতে পারেনি তারা। অবশ্য মানচিনির তত্ত্বাবধানে ন্যাশন্স লিগের ফাইনালে তৃতীয় হয় ইতালি। সূত্র: রাইজিংবিডি।
বাংলা গেজেট/বিএম
মন্তব্য করুন: