[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি!

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৩, ২০:৫৩

ফাইল ছবি

কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে বিশ্বের সেরা ফুটবলার বনে গেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে সব ট্রফি ছুঁয়ে দেখেছেন এই ক্ষুদে যাদুকর। স্বপ্নকে পাড়ি দেওয়া মেসি এখন উপভোগ করছেন ফুটবল।

ইউরোপের ফুটবলকে বিদায় বলে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র ফুটবলে। সেখানেও ইন্টার মিয়ামিকে লিগ কাপের শিরোপা। আর্জেন্তাইন অধিনায়কের পায়ের জাদুতেই বদলে গেছে ক্লাবটির ফুটবলের ইতিহাস।

ফুটবলের বাইরে সময়টা যেমন উপভোগ করছেন মেসি, তেমনি ফুটবল মাঠে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। বিশ্বকা জয়ের পর মিয়ামির হয়ে প্রথম মৌসুমেই শিরোপা জয় যা যুক্তরাষ্ট্রের ক্লাবটির ইতিহাসেও প্রথম। এরপর মেসি জিতে নিয়েছেন রেকর্ড অষ্টম বযালন ডি অর। এমনকি মেসির অর্জনের তালিকা আটকে নেই সেখানেই। আমেরিকার ক্লাবটির হয়ে দুর্দান্ত পারফর্ম্যান্সের কারণে মিয়ামির মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের খেতাবও জিতেছেন এই বিশ্বকাপজয়ী ফুটবল জাদুকর।

এদিকে বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসি ভক্তদের মনে সবথকে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, তিনি আগামী ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা। এর নির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি এখনো। তবে এক সাক্ষাৎকারে ফুটবল জাদুকর বলেছিলেন, ‘আমি জানি না যে আমি সেখানে (২০২৬ বিশ্বকাপ) থাকব কিনা। আমি এটা নিয়ে চিন্তা করছি না। কারণ এটা এখনও অনেক দূরে। কোপা আমেরিকার পর আমরা দেখব কী ঘটে। এটা (বিশ্বকাপে খেলা) নির্ভর করছে আমি কেমন বোধ করছি তার ওপর। এখনও তিন বছর বাকি আছে।’

এদিকে আগামী ১৭ এবং ২২ নভেম্বর উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। সে উপলক্ষ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে আলবিসেলেস্তেদের ক্যাম্প। ক্যাম্প চলাকালীন সময়েই এক সাক্ষাৎকার দিয়েছেন নিকোলাস তালিয়াফিকো। সেখানে তিনি জানিয়েছেন যে শর্তে মেসিকে খেলানো যেতে পারে ২০২৬ বিশ্বকাপে।

‘লা ন্যাসিওন’ এ দেয়া সেই সাক্ষাৎকারে তালিয়াফিকো বলেন, ‘তুমি কী জানো তাকে (মেসি) কোন জিনিসটা জাতীয় দলের খেলায় ধরে রাখবে? সেটি হচ্ছে— আগামী বছরের কোপা আমেরিকায় জয়। যদি আমরা সেখানে শিরোপা জিততে পারি, আমার মনে হয় মেসিকে এটি বিশ্বকাপ খেলার দিকে এগিয়ে নিয়ে যাবে। যদি আমরা কাতারে বিশ্বকাপ না জিততাম তাহলে সে আর খেলতো না। কিন্তু সে এটি জয় করে নিয়েছে এবং পরবর্তী মুহূর্তগুলোও দারুণ উপভোগ করছে।’

মেসি আলবিসেলেস্তে দলের প্রধান প্রতীক জানিয়ে তালিয়াফিকো আরও বলেন, ‘আমরা যদি যুক্তরাষ্ট্রে গিয়ে কোপা জিতি, মেসি খেলা চালিয়ে যেতে চাইবে। আমরাও তাকে যতটা সম্ভব আমাদের সঙ্গে পেতে চাই। বিশ্বকাপের পর থেকে দলে যে দারুণ পরিবেশ তৈরি হয়েছে এবং উপভোগের এই অভিজ্ঞতা আরও দীর্ঘায়িত করতে চাই। ক্যাপ্টেন মেসি আমাদের দলের প্রধান প্রতীক। শেষ ম্যাচেও সে তার দৃষ্টান্ত দেখিয়েছে, অল্প সময় খেলেও তার উপস্থিতির জানান দিয়েছিল ভালোভাবেই। আমরাও এই সুবিধাটা যতটা সম্ভব নিতে চাই। পাশাপাশি যখনই প্রয়োজন বিশ্রামে দেওয়া হবে তাকে। সবসময় একই বিষয় নিয়ে মেসির কাছ থেকে কথা শুনতে চাওয়া হাস্যকর, কিন্তু তার মানবিক যোগ্যতা অসাধারণ। সে আমাদের সঙ্গে জাতীয় দলে থাকা উপভোগ করে।’

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর