প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৩, ২০:৫০
ভারতে ক্রিকেট খেলা হবে সবসময় আলোচনায় থাকে পিচ। অস্ট্রেলিয়া হোক বা ইংল্যান্ড প্রতিটা দল নিজেদের স্ট্র্যাটেজির থেকেও পিচ নিয়ে বেশি আলোচনা করে। ভারতের স্পিনিং-ট্র্যাকে বিদেশিরা বরাবরই বিপাকে পড়েছেন।
তবে এবার ছবিটা আলাদা। স্পিন খেলিয়ে দেশ হিসেবে পরিচিত ভারতের পিচ এবার পেস সহায়ক। পেসাররা সুবিধা করছেন এই পিচ থেকে। এবার সেমিফাইনাল ম্যাচেও ফের আলোচনায় এল পিচ। এদিকে আইসিসির ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন এ নিয়ে পরিষ্কার ধারনা দিয়ে ব্যাখ্যা দিয়েছে আইসিসি।
ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার আজকের সেমিফাইনাল ম্যাচটি আয়োজিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে দুই দলের এই ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মাঠের পিচ পাল্টে ফেলেছে বলে অভিযোগ ওঠেছে। এমনকি পিচ পাল্টানোর আগে ভারতীয় বোর্ড আইসিসির অনুমতি নেয়নি বলেও জানা গেছে।
ভারতের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম মেইল অনলাইন। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু এই ম্যাচের জন্য নয়, সেমিফাইনালে জিতে ফাইনালে ওঠলেও একই কাজ আবার করতে পারে ভারত। অ্যাটকিনসন লিখেন ‘এসব কাজের কারণে অবশ্যই এটা ভাবার সুযোগ আছে যে এটাই কি প্রথম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল, যেখানে পিচ বিশেষভাবে পছন্দ ও প্রস্তুত করা হয় টিম ম্যানেজমেন্ট কিংবা আয়োজক দেশের বোর্ডের উচ্চস্তরের অনুরোধে।’
ভারতের বিপক্ষে পিচ বদলের এ অভিযোগ নিয়ে আইসিসির মুখপাত্র এ বিষয়ে বলেন, ‘লম্বা দৈর্ঘ্যের একেকটা টুর্নামেন্টের শেষ দিকে পরিকল্পিত পিচের বদল ঘটানো স্বাভাবিক ব্যাপার। এ রকম ঘটনা এরই মধ্যে কয়েকবার ঘটেছেও।’
ব্যাখ্যা দিয়ে আইসিসির মুখপাত্র আরও বলেন, ‘আমাদের আয়োজক ও ভেন্যু কিউরেটরের সুপারিশে এই পরিবর্তন আনা হয়েছে। পিচ বদলের বিষয়টি আইসিসির স্বাধীন পিচ পরামর্শককে অবহিত করা হয়েছে এবং (ব্যবহৃত) পিচে খেলা ভালো হবে না, এমনটা বিশ্বাস করার কোনো কারণ ছিল না।’
বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনের ৬.৩ ধারা অনুসারে, পিচ নির্বাচন ও প্রস্তুতের দায়িত্ব মাঠ কর্তৃপক্ষের। ভারত–নিউজিল্যান্ড সেমিফাইনালের ক্ষেত্রে যা মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) দায়িত্ব। তবে আইসিসির স্বাধীন পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসনের সঙ্গে সমন্বয় করার কথা ওয়াংখেড়ের কিউরেটরের।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: