[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা বিসিবির

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৩, ২০:৪০

ফাইল ছবি

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতিরা। আসন্ন এই সিরিজের জন্যে মঙ্গলবার (১৪ নভেম্বর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টোয়েন্টি দিয়ে এই সফর শুরু করবে টাইগ্রেসরা। এরপর ওয়ানডে সিরিজ দিয়ে শেষ হবে এই সফর। আগামী ৩ ডিসেম্বর বেনেনিতে মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৬ ও ৮ ডিসেম্বর কিম্বার্লিতে।

এরপর আগামী ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পচেফস্ট্রুম, ইস্ট লন্ডন ও বেনেনিতে হবে ৫০ ওভারের ম্যাচগুলো। এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।

আসন্ন এই সিরিজে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলা স্কোয়াডে কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। ওই সিরিজে না থাকা শরিফা খাতুন ও লতা মণ্ডলকে এবার দলে ডাকা হয়েছে। তাদের জায়গা দিয়ে বাদ পড়েছেন সানজিদা আক্তার মেঘলা (স্ট্যান্ডবাই) ও নিশিতা আক্তার নিশি।

ঘরের মাঠে পাকিস্তানকে টি-টোয়েন্টি ও ওয়ানডে দুই ফরম্যাটের সিরিজেই হারিয়েছিল জ্যোতিরা।

উল্লেখ্য, চ্যাম্পিয়নশিপের সেরা ৬ দল ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে বাংলাদেশ। অন্যদিকে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ভারত। বাংলাদেশের ওপরে আছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

বাংলাদেশের স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রিতু মণি, শরিফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।

স্ট্যান্ডবাই : শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, নিশিতা আক্তার নিশি।

বাংলা গেজেট/ এসএডি-৭

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর