[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

সাকিবের বিরুদ্ধে তদন্ত, নেতৃত্বে লিটন

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৩, ২০:১৩

ফাইল ছবি

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এখন চলতে তারই অনুসন্ধান। কোথায় কোন ঘাটতি ছিল; খোঁজে বের করা হচ্ছে সেসব। তবে অনেকের মতেই, বিশ্বকাপের আগে বেসরকারি টেলিভিশন টি-স্পোর্টসে দেওয়া অধিনায়ক সাকিব আল-হাসানের সাক্ষাৎকার প্রভাব ফেলেছে পুরো দলের উপর।

তাছাড়া আসর জুড়েই ব্যাটিংর অর্ডারের রদবদল নিয়েও উঠেছে প্রশ্ন। বিশ্বকাপ ব্যর্থতার সব খুঁটিনাটি বিষয় নিয়েই এবার তদন্ত করছে বিসিবি। সেসব কথায় আজ গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির মিডিয়া উইংয়ের চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

বিশ্বকাপ ব্যর্থতার পেছনে সাকিবের ইন্টারভিউয়ের কোনো প্রভাব আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানান টিটু। বলেন, ‘বিসিবির তদন্ত রিপোর্ট আসার পর যদি মনে করা হয় সাকিবের ইন্টারভিউয়ের কারণে বিশ্বকাপে দলের ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটি যদি মনে করে ব্যবস্থা নেওয়া উচিৎ, সেক্ষেত্রে তারা সেটা নিবে।’

বিশ্বকাপের শেষ ম্যাচ না খেলেই চোটের কারণে দেশে ফিরতে হয়েছিল সাকিবকে। শঙ্কা রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট খেলা নিয়েও। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সাকিব না থাকলে টেস্টে নেতৃত্ব দেবেন কে। এমন প্রশ্নে টিটু বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজের আগে নতুন সিদ্ধান্ত না হলে টেস্টে ভাইস-ক্যাপ্টেন লিটনই করবেন টেস্ট ক্যাপ্টেন্সি। আর সিদ্ধান্ত হলে চেঞ্জ করা হবে।’

বিশ্বকাপে দায়িত্ব ছেড়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তার জায়গায় কিউইদের বিপক্ষে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্বে দেখা যাবে কাকে; এমন প্রশ্নে টিটু বলেন, ‘পেস বোলিং কোচ কে হবেন সেটা সিদ্ধান্ত হয়নি। নিউজিল্যান্ড সিরিজে থাকবেন অন্তবর্তীকালীন কোচ। সেটাও ২/১ দিনের মধ্যে জানানো হবে।’

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর