[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৩, ১৮:৩৪

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ থেকেই বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল। ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার সঙ্গে ড্রয়ের পর উরুগুয়ের বিপক্ষেও ২-০ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চলতি মাসেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। ফিফা ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে আগামী ২২ নভেম্বর মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। সেই ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ের পাশাপাশি মেসির পায়ের জাদু দেখার অপেক্ষায় ফুটবল সমর্থকরা। ব্রাজিলের মারাকানায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি। এ ছাড়া আগামী ১৭ নভেম্বর সেলেসাওদের প্রতিপক্ষ কলোম্বিয়া।

তবে এই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ। সেলেসাওদের বড় দুশ্চিন্তার নাম ফুটবলারদের চোট। নেইমার জুনিয়র ও মিডফিল্ডার ক্যাসেমিরোর পর ইনজুরিতে পড়েছেন দলটির গোলরক্ষক এডারসন মোয়ারেস। যে কারণে আসন্ন এই দুই ম্যাচে খেলা হচ্ছে না ম্যানচেস্টার সিটির এই গোলকিপারের। চেলসি ও সিটির মধ্যকার শ্বাসরুদ্ধকর ম্যাচে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি।

চোটের কারণে ক্যাম্পে যোগ দিচ্ছে না ৩০ বছর বয়সী এই গোলরক্ষক। তার পরিবর্তে বেন্তোকে ডাকা হয়েছে। এদিকে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে সেলেসাওরা।

নেইমার ও ক্যাসেমিরো না থাকলেও বেশ কিছু চমক আছে ঘোষিত স্কোয়াডে। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ডগলাস লুইস, পেপে, জোয়াও পেদ্রো, এন্দ্রিক ও পাওলিনিয়ো। বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে ব্রাজিলের ৭ পয়েন্ট। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা।

ব্রাজিল স্কোয়াড :

গোলরক্ষক : অ্যালিসন বেকার, বেন্তো ও লুকাস পেরি

ডিফেন্ডার : ব্রেমার, গ্যাব্রিয়েল ম্যাগালেস,মার্কুইনস, নিনো, এমার্সন, রেনান রোদি ও কার্লোস আগুস্তো

মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গিমারেস, ডগলাস লুইজ, জোয়েলিন্টন, রাফায়েল ভেইগা ও রদ্রিগো

ফরোয়ার্ড : এনড্রিক, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ভিনিসিয়ুস জুনিয়র, জোয়াও পেদ্রো, পলিনিও, পেপে ও রাফিনিয়া।

বাংলা গেজেট/ এসএডি-৩


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর