প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৩, ১৫:৫৯
ক্রিকেটে ৬ বলে ৬ ছক্কার ঘটনা আছে কয়েকটি। কিন্তু অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এবার যা দেখা গেল, তা রীতিমত অবিশ্বাস্য। ৬ বলে ৬ উইকেট!
ক্যারারা কমিউনিটি সেন্টারে গোল্ড কোস্টের প্রিমিয়ার লিগ তৃতীয় বিভাগের ম্যাচে ঘটে এই বিরল ঘটনা। সারফার্স প্যারাডাইসের বিপক্ষে ৪০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৭৮ রান করে মুদগ্রিবা নেরাং ডিস্ট্রিক্টস ক্রিকেট ক্লাব।
রান তাড়ায় ৩৯ ওভার শেষে ৪ উইকেটে ১৭৪ রান করে ফেলে প্যারাডাইস। হাতে ৬ উইকেট, দরকার ৫ রান- তাদের জয় তখন স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু তখনও ঘটে অবিশ্বাস্য ওই কাণ্ড।
প্যারাডাইসের হাতের মুঠোয় যখন ম্যাচ, সে সময়ে মুদগ্রিবা অধিনায়ক গ্যারেথ মরগান নিজেই হাতে তুলে নিলেন বল। এরপর টপাটপ চলে গেল প্যারাডাইসের ৬ উইকেট!
প্রথম বলে ৬৫ রান করা প্যারাডাইস ওপেনার জেক গারল্যান্ডকে ফিরিয়ে মরগানের শুরু। এরপর একে একে প্যারাডাইসের পাঁচ ব্যাটসম্যান কনর ম্যাথিসন, মাইকেল কুর্তিন, ওয়েড ম্যাকডোগাল, রিলি একার্সলি, ব্রডি ফেলান-প্রত্যেকেই গোল্ডেন ডাক মেরেছেন।
মরগানের ৬ বলে ৬ উইকেট নেওয়ার রেকর্ডে ৪ রানে ম্যাচ জিতে যায় মুদগ্রিবা। শেষ ওভারে মরগানের নেওয়া ৬ উইকেটের মধ্যে প্রথম ৪ উইকেটই ছিল ক্যাচ আউট। মুদগ্রিবা অধিনায়ক শেষ দুই বলে প্যারাডাইসের দুই ব্যাটসম্যানকে করেছেন বোল্ড।
অবিশ্বাস্য ম্যাচ জেতানোর পর নিজেই চমকে গেছেন মরগান। গোল্ড কোস্ট বুলেটিনকে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার বলেন, ‘এটা খুবই মজার লাগছে। ওভার শুরুর আগে আম্পায়ার বলছিলেন যে হ্যাটট্রিক অথবা তেমন কিছু করতে হবে। যখন এটা হয়ে গেল, তিনি অবাক হওয়ার মতোই আমার দিকে তাকিয়েছেন।’
এরপর এবিসি টিভিকে তিনি বলেন, ‘আমার মনে আছে হ্যাটট্রিক করার পরই মনে হয়েছিল এই অবস্থা থেকে ম্যাচ হারব না। এরপর আমি বেশ রোমাঞ্চিত হয়ে যাই। যখন দেখলাম, শেষ বলে স্টাম্প উপড়ে পড়েছে, আমি বিশ্বাসই করতে পারছিলাম না। এমন কিছু আগে কখনো দেখিনি।’
সত্যিই, ৬ বলে ৬ উইকেটের ঘটনা ক্রিকেটে আগে ঘটেছে কিনা, এটা অনেক বড় প্রশ্ন। সূত্র: দেশ রূপান্তর
বাংলা গেজেট/বিএম
মন্তব্য করুন: