[email protected] মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

৬ বলে ৬ উইকেট!

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৩, ২০:৫২

ছবি: সংগৃহীত

ক্রিকেট খেলার দীর্ঘ কমে আসায় ইদানীং প্রায়শই শোনা যায় ৬ বলে ৬ ছক্কা মারার কীর্তির কথা। তবে বোলাররা কখনোই ৬ বলে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়তে পারেননি। সেই কীর্তিই এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে দেখা গেল। প্রথম বোলার হিসেবে ৬ বলে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটার মর্গান।

তাও এমন এক সময়ে এই কীর্তি গড়লেন মর্গান; যখন ম্যাচ জিততে শেষ ওভারে প্রতিপক্ষ সার্ফার্স প্যারাডাইজের প্রয়োজন মাত্র ৫ রান। সেখান থেকে নাটকীয়ভাবে ম্যাচটা নিজেদের করে নিয়েছেন মুডগিরাবার অধিনায়ক।

প্রথম বলে ৬৫ রানে থাকা জ্যাককে ফিরিয়ে শেষ পাঁচ বলে তুলেছেন আরও ৫ উইকেট। তাতেই প্রথম ক্রিকেটার হিসেবে ৬ বলে ৬ উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়েছেন মর্গান।

বল হাতে অনন্য এই কীর্তি গড়ে মর্গান বলেন, ‘এমন কীর্তি গড়েছি যে নিজেরও বিশ্বাস হচ্ছে না। ওভার শুরুর আগে আম্পায়ার আমাকে বলেছিল, আমি হ্যাটট্রিক করতে পারলে তবেই দলের জেতার সুযোগ থাকবে। তবে আমি হ্যাটট্রিক নয়, ডাবল হ্যাটট্রিক করেছি। বোলিং করার সময় আমি শুধু উইকেট লক্ষ্য করে বল করেছি। তাতেই সাফল্য এসেছে।’

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর