প্রকাশিত:
১২ নভেম্বার ২০২৩, ২২:১৫
জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম দিন জয় পেয়েছে ঢাকা। আর ড্র-তে সমাপ্তি ঘটেছে রংপুর-ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচ। চট্টগ্রামে ঢাকার দেওয়া ২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫৭ রানে অলআউট হয় সিলেট। ৫২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।
সিলেটের হয়ে এক জাকির হাসান ছাড়া কেউ লড়াই করতে পারেননি। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৪ রান। ঢাকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শুভাগত হোম চৌধুরী।
প্রথম ইনিংসে ঢাকা ২৬৬ রান করে। জবাবে রংপুর থামে ২১১ রানে। ৫৫ রানে এগিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ঢাকা করে ১৫৪ রান। সিলেটের সামনে লক্ষ্য দাঁড়ায় ২১০।
এদিকে খুলনায় ড্র-তে সমাপ্তি ঘটেছে রংপুর-ঢাকা মেট্রোর ম্যাচ। শেষ দিন দ্বিতীয় ইনিংসে রংপুর ৩০০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেটে ১১৩ রান করে। সময় শেষ হয়ে যাওয়ায় ম্যাচ রূপ নেয় ড্রতে।
প্রথম ইনিংসে ৪৩৫ রান করে রংপুর। জবাবে ২৯৫ রানে অলআউট হয়ে ঢাকা মেট্রো। ১৪০ রানে এগিয়ে থেকে ব্যাটিং করতে নেমে ১৫৯ রানে অলআউট হয় রংপুর। দ্বিতীয় ইনিংসে ঢাকা মেট্রোর সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০০।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: