[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বিসিবির চাকরি ছাড়ছেন ডোনাল্ড

খেলা ডেস্ক

প্রকাশিত:
১০ নভেম্বার ২০২৩, ১০:৩৫

অ্যালান ডোনাল্ড

আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশ অধ্যায়ের ইতি টানছেন অ্যালান ডোনাল্ড। বিশ্বকাপ শেষে দেশে ফিরে যাবেন তিনি। তাই আগামী শনিবার শেষবারের মতো বাংলাদেশের ড্রেসিংরুমে দেখা যাবে এই প্রোটিয়াকে। 

চলতি বিশ্বকাপের পর ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা এমনিতেই ছিল বিসিবির। তবে পেসারদের উন্নতিতে ভূমিকা রাখা দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তির সঙ্গে নতুন চুক্তি করাও ছিলো আলোচনায়।

কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাকিব আল হাসানের টাইমড আউট করার ঘটনায় এই কোচ নিজের অখুশি জানিয়ে একটি সাক্ষাতকার দেন। এরপর বিসিবির তার কাছে ওই মন্তব্যের কারণ জানতে চায়। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার দলীয় সভায় ডোনাল্ড চাকরি ছাড়ার কথা জানিয়েছেন। 

২০২২ সালের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। পরে তা দুই দফায় বাড়িয়ে চলমান ভারত বিশ্বকাপ পর্যন্ত করা হয়। আগামী নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ আছে বিসিবির।

কয়েক দিন আগেই জানিয়েছিলেন মেয়াদ বাড়াতে খুব একটা আগ্রহ নেই তার। পেস বোলিং কোচ বলেছিলেন, 'বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত বিসিবির সঙ্গে আমার চুক্তি আছে। পরবর্তী সিদ্ধান্ত নিয়ে তাদের সঙ্গে আমার আলোচনা হবে। আমি এটার প্রতি সম্মান রেখে এখন গণমাধ্যমে কিছু বলতে চাই না, আমার পুরো মনযোগ এখন বিশ্বকাপের দিকে।'

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর