[email protected] মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

সুপার ওভারে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৭ নভেম্বার ২০২৩, ১৯:৪৬

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার টাইগ্রেসদের সামনে ওয়ানডের মিশন। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে সফরকারীরা ১৫১ বল হাতে রেখে ৫ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে।

আজ সিরিজ বাঁচানোর দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।

১৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে টাইগ্রেস স্পিনারদের ঘূর্ণিতে শেষ ওভারের নাটকীয়তায় ১৬৯ রানে পাকিস্তান গুটিয়ে গেলে সুপার ওভারে গড়ায় ম্যাচ। যেখানে ৮ রানের লক্ষ্যে শেষ বলের রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশ জয় ছিনিয়ে নেয়। ফলে এমন জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে বাংলাদেশ।

 

বাংলা গেজেট/এমএএইচ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর