প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৩, ১৯:৪১
প্রিমিয়ার লিগে শুরু পাঁচ ম্যাচে জয়ে ম্যানচেস্টার সিটি জানান দিয়েছিল কেন তারা বর্তমান চ্যাম্পিয়ন। তবে এরপর টানা দুই ম্যাচে হেরে শীর্ষস্থান হারায় গত মৌসুমের ট্রেবল জয়ী ক্লাবটি। তবে সেটি পুনরুদ্ধার করল তিন ম্যাচ বাদেই। টানা তিন জয়ে আপাতত শীর্ষে পেপ গুয়ার্দিওলার দল। শীর্ষে উঠার এই দিনে বোর্নমাউথের বিপক্ষে ৬-১ গোলের বড় জয় পেয়েছে তারা।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩০তম মিনিটে জেরেমি দকুর গোলে এগিয়ে যায় সিটি। রদ্রির ফিরতি পাস থেকে গোল উৎসবের শুরুটা করেন এই বেলজিয়ামের ফরোয়ার্ড। পরের সাত মিনিটে আরও দুটি গোল পায় তারা। ৩৩তম মিনিটে বের্নার্দো সিলভার পর ৩৭তম মিনিটে দডি বক্সের বাইরে থেকে দকুর নেয়া জোরালো এক শট সতীর্থ মানুয়েল আকানজির গায়ে লেগে জড়ায় জালে।
দ্বিতীয়ার্ধে আসে বাকি তিন গোল। গোল কেবল একটি পেলেও এদিন একাধিক গোলে ছিল দকুর অবদান। ৬৪তম মিনিটে তার পাস থেকেই ব্যবধান চারগুণ করেন ফরোয়ার্ড ফিল ফোডেন। ৮৩তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন সিলভা।
ম্যাচ যেন ছিল দকুময়। সূচনা এনে দিলেন দিলেন তিনি। বাকি চার গোলেই অ্যাসিস্ট। এই গ্রীষ্মের দল বদলে সিটিতে আসা এই বেলজিয়ান আজ ছিলেন সবার নজরে। শেষ দিকে নাথান আকের গোলে পূর্ণ হয় অর্ধ-ডজন। ৭৪তম মিনিটে একটি গোল শোধ করে বোর্নমাউথ।
এই জয়ে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে সিটি।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: