[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বকাপ শেষে আসল কাজ শুরু করবেন হাথুরু

খে

প্রকাশিত:
৫ নভেম্বার ২০২৩, ১৯:৩৪

ফাইল ছবি

রাসেল ডমিঙ্গোর অধীনে ওয়ানডে সুপার লিগ তিন নম্বরে থেকে শেষ করেছিল বাংলাদেশ দল। ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্স করায় সমর্থকরা স্বপ্ন দেখছিল ভারত বিশ্বকাপের সেমিতে খেলার। তবে বিশ্বকাপ শুরুর পর ক্রমেই সেই প্রত্যাশার বেলুন চুপসে গিয়েছে।

টানা ব্যর্থতায় দলের অবস্থা এখন এতোটাই নাজুক যে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও পড়ে গেছে শঙ্কায়। দলের এই ভরাডুবির কারণই জানতে চাওয়া হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে কোচ চণ্ডিকা হাথুরুসিংহের কাছে।

হাথুরুর দাবি বিশ্বকাপের আগে দল গুছানোর পর্যাপ্ত সময় পাননি তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া হাথুরু বলেন, ‘মাত্র সাত মাস হয়েছে দায়িত্ব নিয়েছি। সাত মাসে আমার খুব বেশি কিছু করার ছিল না। আমি যা করেছি তা হলো, দলটাকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজটা শুরু হবে বিশ্বকাপের পর।’

বাংলাদেশ দলের এমন ভরাডুবির পর কোচ হাথুরুসিংহের সমালোচনা হচ্ছে সব মহলেই। দাবি উঠেছে বিশ্বকাপের পর তাকে কোচ থেকে অব্যাহতি দেওয়ার। তবে তিনি অবশ্য আশা করছেন বিশ্বকাপের পর নতুন করে দল গুছানোর।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর