[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

সেমিফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান!

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২ নভেম্বার ২০২৩, ২০:২৮

ফাইল ছবি

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত স্বাগতিক ভারত। টানা ছয় জয়ের সেমিফাইনালে এক পা দিয়েছে রেখেছে রোহিত শর্মারা। অন্যদিকে উল্টো চিত্র চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমির আশা জিইয়ে রেখেছে বাবর আজমরা। এজন্য মেলাতে হবে যদি-কিন্তুর সমীকরণ। তবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকেই শেষ চারে মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক বার্তায় তিনি জানতে চেয়েছেন, কাদের মনে হচ্ছে কলকাতায় ভারত বনাম পাকিস্তান সেমিফাইনাল হবে?

এদিকে সাবেক ইংলিশ অধিনায়কের টুইটে মজার ছলে উত্তর দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের জবাব, এ রকম ভবিষ্যদ্বাণীর চাপে পড়ে অতীতে আমরা অনেকবার সমস্যায় পড়েছি।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের রাউন্ড রবিন লিগে মুখোমুখি দেখায় দ্য গ্রিন ম্যানদের ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এবার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা অবস্থায় এই দুই দলের দেখা হলে ফের একবার মুখোমুখি হতে পারে তারা। কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী ১৬ নভেম্বর মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান।

এদিকে ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার আরও একটি সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ফাইনালে আগামী ১৯ নভেম্বরের ভেন্যু হবে পাকিস্তানের বধ্যভূমি আহমেদাবাদই। এ রকম হলে ভারত ও পাকিস্তান বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হবে।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর