[email protected] মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশকে বোকা বানিয়েছিলেন ধোনি

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৩, ১৯:০১

ফাইল ছবি

মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় ক্রিকেটের পরশপাথর বলা হয়। তার ছোঁয়ায় বদলে যায় গোটা ভারতের ক্রিকেট। ছিলেন রেলওয়ের টিকিট চেকার, সেখান থেকে হয়ে উঠলেন ভারতের ক্রিকেট ইতিহাসে সেরা অধিনায়ক।

বলছি মহেন্দ্র সিং ধোনির কথা।ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে রেলওয়ের টিকিট চেকার হিসেবে দায়িত্বরত ছিলেন ধোনি। সেখান থাকা অবস্থায় বাংলা ভাষাটা শিখেছিলেন মাহি। ভাষাটা জানা থাকায় বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটার একবার বোকাও বানিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটায় জানায় তিনি।

সম্প্রতি একটি প্রতিষ্ঠানের বাণিজ্যিক দূত হয়ে কলকাতায় যান ধোনি। সেখানে প্রচারণার ফাঁকেও ক্রিকেট, কলকাতার সঙ্গে যোগাযোগ ও বাংলা জানা নিয়ে কথা তিনি। এ সময় তার বাংলা ভাষা জানা নিয়ে যে ঘটনার গল্প বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম সেই ভিডিও এখন ভাইরাল।

সাবেক এই অধিনায়ক বলেন, ‘খড়গপুরে রেলওয়ের চাকরি করার সময় বাংলাটা খুব ভালো বুঝতাম। এখন বললে হয়তো ভুল হতে পারে। তাতে কারও কারও খারাপও লাগতে পারে।’

এরপর বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে সেই মজার ঘটনা বলেছেন ভারতকে দুই সংস্করণেই বিশ্বকাপ জেতানো অধিনায়ক। ধোনি বলেন, আমরা বাংলাদেশে ম্যাচ খেলছিলাম। আমি ব্যাটিং করছিলাম। আমি যে বাংলা বুঝি, সেটা ওদের জানা ছিল না। উইকেটরক্ষক এক পাশ থেকে চেঁচিয়ে ফাস্ট বোলারকে কিছু একটা বলছিল। আমিও বুঝে ফেলি, কী বল করবে। তো ম্যাচ শেষে ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। তখন আমার প্রতিক্রিয়া দেখে ওদের অবস্থা-আরে, এ তো বাংলা বুঝতে পারে।

ধোনির ওই ঘটনাটা শুনে হলরুমে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। বাংলাদেশের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে ২০০৪ থেকে ২০১৬ সালের মধ্যে ৩৪ ম্যাচ খেলেছেন ধোনি। জিতেছেন ২৫ ম্যাচ।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর