[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন ভিনিসিয়ুস

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৩, ১৮:১৬

ফাইল ছবি

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চার বছর বাড়িয়ে আগামী ২০২৭ সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্টের সঙ্গেই থাকছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানায় লা লিগার ক্লাবটি।

২০১৮ সালে নিজ দেশের ক্লাব ফ্লামেঙ্গো থেকে মাদ্রিদে পাড়ি জমান ভিনিসিয়ুস। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২৩৫ ম্যাচে করেছেন ৬৩টি গোল। ২০২২ আসরের চ্যাম্পিয়নস লিগ শিরোপা, দুটি লা লিগা শিরোপাসহ জিতেছেন মোট নয়টি শিরোপা।

ক্লাবটির সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে একটি ভিডিও ক্লিপে ভিনিসিয়ুস বলেন, “হ্যালো মাদ্রিদ ভক্তরা, চুক্তি নবায়ন করতে পেরে আমি খুবই খুশি। এটা আমার কাছে একটি স্বপ্ন।”

গত সোমবার পুরুষদের ব্যালন ডি'অরের ভোটে ষষ্ঠ অবস্থানে ছিলেন ভিনিসিয়ুস। তবে এদিন মাঠের বাইরে দাতব্য কাজে সম্পৃক্ত থাকায় সক্রেটিস পুরস্কারে ভূষিত হয়েছেন এই ফুটবলার।

 

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর