infomorningtimes@gmail.com সোমবার, ২৪শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২

হামলায় আহত অলাম্পিক লিওনের কোচ

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৩, ১৮:৩৫

ছবি: সংগৃহীত

লিগ ওয়ানের ম্যাচ খেলতে গতকাল (রোববার) মার্শেইয়ের মাঠের উদ্দেশ্যে রওনা দেয়া অলাম্পিক লিওনের টিম বাস হামলার শিকার হয়েছে।

সেখানে গুরুতর আহত হয়েছেন সফরকারী দলের কোচ ফাবিও গ্রোসসো। এমন ঘটনায় দ্রুতই ব্যবস্থা না নেওয়া হলে আরও গুরুতর ট্র্যাজেডি হতে পারে বলে সতর্ক করেছে লিওনে।

ঘটনার পর লিগে মার্শেই ও লিওনের মধ্যকার ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়।

লিওনের পক্ষ থেকে এক মুখপাত্র জানায়, গ্রোসসো ও সহকারী কোচ রাফায়েল লঙ্গো প্রজেক্টাইল দ্বারা আঘাত পায়।

এমন 'অগ্রহণযোগ্য' ঘটনায় নিন্দা প্রকাশ করেছে মার্শেই কতৃপক্ষ। স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে ঘটে এই হামলার ঘটনা।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর