[email protected] শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৩, ১১:৫৬

সংগৃহীত ছবি

আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ম্যাচ। যা শেষ পর্যন্ত উত্তেজনা ছড়ালো। সব ছাপিয়ে রোমাঞ্চকর ম্যাচে নায়ক হয়ে উঠলেন এমবাপ্পে। তার জোড়া গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানে ব্রেস্টকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

রোববার (২৯ অক্টোবর) প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৬তম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। লিগ চ্যাম্পিয়নদের এগিয়ে নেন ১৭ বছর বয়সী মিডফিল্ডার ওয়ারেন জাইরে-এমের। প্রথম গোলের পর ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। সেই সঙ্গে পূর্ণ করেন ক্লাব ক্যারিয়ারের ২৫০তম গোল।

প্রথমার্ধের বিরতির আগে এক গোল শোধ করে ব্রেস্ট। স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান স্টিভ মুনিয়ে। তাতে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসি ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধে ফিরেই একটা ধাক্কা খায় তারা। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে পিএসজির জাল কাঁপিয়ে সমতা টানেন জেরেমি লু ডোয়াহোন।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণের হিড়িক বয়ে গেছে। কিন্তু কোনো দলই আর গোলের দেখা পায়নি। তখন ধরেই নেয়া হয়েছিল, এই ম্যাচেও পয়েন্ট হারাতে যাচ্ছে পিএসজি। তবে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ম্যাচের গতিপথ বদলে যায়।

রোন্দাল কোলো মুয়ানিকে নিজেদের বক্সে ফেলে দিয়েছিলেন ব্রেস্টের একজন খেলোয়াড়। ভিএআরের সাহায্যে নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টিতে এমবাপ্পের প্রথম শট ঠেকিয়ে দেন ব্রেস্ট গোলরক্ষক। তবে ফিরতি শটে জয়সূচক গোলটি করেন ফরাসি তারকা।

এই জয়ে ১০ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রতে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে পিএসজি। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে নিস। সূত্র: রাইজিংবিডি

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর