[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

রিয়াদের প্রতি কৃতজ্ঞতা জানালেন নাফিস

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২৫ অক্টোবার ২০২৩, ২০:৫৬

ফাইল ছবি

চলতি ওয়ানডে বিশ্বকাপে শেষ চারে স্বপ্ন নিয়েই ভারতে গিয়েছিল লাল-সবুজেরা। তবে বর্তমানে অনেকটা ফীকে হয়ে গেছে সাকিব বাহিনীর সেই স্বপ্ন। টানা চার হারে এখন পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান টাইগারদের।

এদিকে সেমির স্বপ্ন জিইয়ে রাখতে মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তুলে দক্ষিণ আফ্রিকা। পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রানে থেমেছে বাংলাদেশ। এতে ১৪৯ রানের শোচনীয় পরাজয়ে টানা চার ম্যাচে হার দেখেছে টাইগাররা।

তবে এদিন একপ্রান্ত আগলে রেখে উইকেট যাওয়া-আসার মিছিলে ঠিকই নিজের সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ১১১ বলে ১১১ রানের ইনিংস খেলেছেন তিনি। যদিও একটা সময়ে রিয়াদের বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিয়েই শঙ্কা জেগেছিল। তবে সব আলোচনা-গুঞ্জন ছাপিয়ে ঠিকই জায়গা পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে। এরপর দিয়েছেন আস্থার প্রতিদান।

রিয়াদের এমন দায়িত্বশীল ব্যাটিংয়ের দিনে তাকে নিয়ে ভক্ত-সমর্থকরা নানান ধরনের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিসও। যেখানে রিয়াদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক এ ব্যাটার।

নাফিসের সেই পোস্টে অনেকেই রিয়াদের প্রশংসা করেছেন। তানভীর হাসান নামে একজনের মন্তব্য, সব ব্যর্থতার ভিড়ে আজকের বড় প্রাপ্তি।

মাহিম হোসেনের ভাষ্য, কল্পনাকেও হার মানিয়ে দিয়ে বিশ্বকাপে এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি, অভিনন্দন সাইলেন্ট কিলার।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর