infomorningtimes@gmail.com শনিবার, ১০ই জানুয়ারী ২০২৬, ২৬শে পৌষ ১৪৩২

হঠাৎ অসুস্থ হাথুরুসিংহে!

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২২ অক্টোবার ২০২৩, ২১:২৪

হাথুরুসিংহে

বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। জয় দিয়ে আসর শুরু করলেও এরপর থেকেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ দল।

এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেতে মরিয়া হয়ে আছে বাংলাদেশ। কেননা, ওই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে অনেকটাই বিদায় নিশ্চিত হয়ে যাবে সাকিব আল হাসানের দলের। এমন কঠিন ম্যাচের আগেই অবশ্য দুশ্চিন্তা বাংলাদেশ দলে।

রবিবার মুম্বাইয়ে দলের অনুশীলনে দেখা যায়নি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। তার পরিবর্তে দলের অনুশীলন তদারকি করেছেন টিম কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম ও সহকারী কোচ নিক পোথাস। হঠাৎ এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হাথুরুর না থাকার কারণটা অবশ্য অসুস্থতা।

দলের ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, অতিরিক্ত গরমে ডিহাইড্রেশনের কারণে হাথুরুসিংহে অস্বস্তিবোধ করছেন। এজন্য হোটেলেই অবস্থান করছেন তিনি।

হাথুরু অনুশীলন না করলেও আশার কথা, ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে না খেলা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও তারকা পেসার তাসকিনকে দেখা গেছে এদিন অনুশীলন করতে। সবঠিক থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর