[email protected] রবিবার, ১৯শে জানুয়ারী ২০২৫, ৬ই মাঘ ১৪৩১

ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে পয়েন্ট পেয়ে খুশি রামোস

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত:
২২ অক্টোবার ২০২৩, ১২:২৮

রিয়ালের ভিনিসিউস জুনিয়রের সঙ্গে সেভিয়ার সার্জিও রামোস (ডানে)।

লা লিগায় একের পর এক ম্যাচ জিতে চলছিল রিয়াল মাদ্রিদ। লিগে টানা তিন ম্যাচ জেতা ক্লাবটির জয়রথ থামাতে পেরেছে সেভিয়া। ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে এক পয়েন্ট অর্জন করা স্বাভাবিকভাবেই সেভিয়ার জন্য বড় অর্জন।

এতে সবচেয়ে বেশি খুশি বোধহয় সার্জিও রামোস। ১৬ মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে ৬৭১ ম্যাচ খেলেছেন স্প্যানিশ এই ডিফেন্ডার। এখন খেলছেন সেভিয়ার জার্সিতে। কাল রাতে পুরনো ক্লাবের মুখোমুখি হন তিনি।

ম্যাচ শেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উচ্ছ্বাসের কথা বলেন রামোস, ‘একাগ্রতা ও নিজেদের জাত দেখিয়ে একটি পয়েন্ট অর্জন করেছি। দল এবং সমর্থকেরা নিজেদের সেরাটা দেখিয়েছে। এভাবেই এগিয়ে যেতে হবে।’

এরপর রিয়ালের সঙ্গে দেখা হওয়ার অনুভূতিটা রামোস জানান এভাবে, ‘তোমাদের সঙ্গে আবার দেখা হওয়া বিশেষ কিছু রিয়াল মাদ্রিদ।’

২০০৫-০৬ মৌসুমে রিয়ালে যোগ দেন রামোস। রিয়ালের হয়ে পাঁচটি লা লিগা শিরোপা, চারটি চ্যাম্পিয়নস লিগসহ আরও বহু শিরোপা জিতেছেন তিনি। ২০২১-২২ মৌসুমে রিয়াল ছাড়লেও ক্লাবটির প্রতীকী খেলোয়াড় হয়ে ওঠেন এই ডিফেন্ডার। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর